SSC | SSC-র ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের স্বস্তি, রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দিতে পারে! রায় সুপ্রিম কোর্টের!
Thursday, August 21 2025, 9:23 am

SSC ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের স্বস্তি। রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দিতে পারবে বলে জানালো সুপ্রিম কোর্ট।
SSC ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের স্বস্তি। রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দিতে পারবে বলে জানালো সুপ্রিম কোর্ট। ২০১৬ সালে SSCর গোটা প্যানেল বাতিল করেছিল শীর্ষ আদালত। ফলে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মী। এরপর নতুন করে পরীক্ষা নিয়ে তাঁদের নিয়োগের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এদিকে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত হাজিরা দিয়ে ক্লাস করাতে হচ্ছে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের। ফলে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সময় চেয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তারা। এবার সেই আবেদনেই সাড়া দিলো সুপ্রিম কোর্ট।