Stampede | দেবীপূজোয় বিপত্তি, গোয়ায় পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ পুণ্যার্থীর! আহত প্রায় ৫০ জন
Saturday, May 3 2025, 4:23 am

শনিবার ভোর রাতে গোয়ার শিরগাও এলাকায় শ্রী দেবী লাইরাই যাত্রার সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের।
শুক্রবার থেকে গোয়ার শ্রী দেবী লাইরাই মন্দিরে শুরু হয়েছে বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শ্রী দেবী লাইরাই যাত্রায় অংশগ্রহণ করছেন হাজার হাজার পুণ্যার্থী। এই পদযাত্রা চলার সময়ই ঘটলো বিপত্তি। শনিবার ভোর রাতে গোয়ার শিরগাও এলাকায় পদযাত্রা চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধা এবং এক কিশোর (১৭) সহ ৭জনের, আহত অন্তত ৫০। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুণ্যার্থীদের অভিযোগ, যাত্রাপথের এক জায়গা ঢালু থাকায় এই বিপত্তি ঘটেছে। ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী।