প্রথম যাত্রীসহ মহাকাশে পাড়ি বেসরকারি রকেট! ফ্লোরিডার কেনেডি স্পেস থেকে উড়ল ড্রাগন রেসিলিয়েন্স।
Monday, November 16 2020, 9:23 am
Key Highlightsইতিহাস গড়ল নাসা। এই প্রথম বেসরকারি যাত্রীবাহি রকেট অন্তরীক্ষে পাড়ি দিল। ৪ নভোশ্চরকে নিয়ে স্পেসএক্সের রকেটের সফল উত্ক্ষেপণ করল নাসা। ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে উড়ল মার্কিন প্রযুক্তিতে তৈরি ড্রাগন রেসিলিয়েন্স। নভোশ্চরদের আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌছে দেবে ওই রকেট। এতদিন যাত্রীবাহী রকেটের ক্ষেত্রে রাশিয়ার যৌথ উদ্যোগের ওপর নির্ভর করতে হতো আমেরিকাকে। নাসা ও স্পেস এক্সের এই উদ্যোগ তাই মার্কিন মহাকাশ প্রযুক্তিকে আরও স্বাবলম্বী করল বলেই মনে করছে বিজ্ঞানীদের একাংশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- পরিষেবা
- নাসা
- ড্রাগন রেসিলিয়েন্স
- আমেরিকা

