ধনুষ-ঐশ্বর্যার বিবাহ বিচ্ছেদ, দীর্ঘ ১৮ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন দক্ষিণী অভিনেতা

Thursday, January 27 2022, 4:25 pm
highlightKey Highlights

সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যার সঙ্গে সম্পর্কের ইতি টানলেন দক্ষিণী অভিনেতা ধনুষ।


ইদানীং কানাঘুষো শোনা যাচ্ছিল ধনুষ ও ঐশ্বর্যার সম্পর্কের মধ্যে চির ধরেছে। এমনকি জল্পনা ছড়িয়েছিল, বর্তমানে তাঁরা আলাদা থাকছেন। তবে এতদিন এবিষয়ে সংবাদমাধ্যমের করা সমস্ত প্রশ্নও এড়িয়ে যেতে দেখা গিয়েছিল ওই দম্পতিকে। শেষপর্যন্ত গত সোমবার রাতে ধনুষ সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন। 

বিবাহবিচ্ছেদ নিয়ে কী বললেন ধনুষ ও ঐশ্বর্যা তা জেনে নেওয়া যাক

দক্ষিণী অভিনেতা গত সোমবার টুইটারে লিখেছিলেন, ''১৮ বছর ধরে বন্ধু, দম্পতি, অভিভাবক ও পরস্পরের শুভাকাঙ্ক্ষী হিসেবে থেকেছি আমরা। বোঝাপড়া, এগিয়ে চলা এবং মানিয়ে নেওয়ার যাত্রাপথ পার করেছি। আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্যা ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আলাদা থেকে সময় নিয়ে নিজেদের চিনতে চাই আমাদের সিদ্ধান্তকে সম্মান দিন। ব্যক্তিগত পরিসরেই ব্যাপারটা নিয়ে ভাবতে চাই। ওম নমঃশিবায়।''         

 এপ্রসঙ্গে রজনীকান্তের কন্যা ঐশ্বর্যাও নিজের ইন্সটাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিজের মতামত জানান। সেই পোস্টে তিনি ধনুষের পদবি থেকে নিজের নাম আলাদা করে নিয়েছেন। ঐশ্বর্যা রজনীকান্ত পরিচয়ে তিনি লিখেছেন,'শিরোনামের দরকার নেই। আপনাদের ভালবাসা ও বোঝাপড়া চাই।'   

রজনী কন্যা ঐশ্বর্যার ইন্সটা পোস্ট
রজনী কন্যা ঐশ্বর্যার ইন্সটা পোস্ট




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File