আন্তর্জাতিক

অন্তিম যাত্রায় মহারাণী এলিজাবেথ! ৫০০ ক্যারেটের গ্রেট স্টার হীরে ফেরত চাইল দক্ষিণ আফ্রিকা

অন্তিম যাত্রায় মহারাণী এলিজাবেথ! ৫০০ ক্যারেটের গ্রেট স্টার হীরে ফেরত চাইল দক্ষিণ আফ্রিকা
Key Highlights

অন্তিম যাত্রায় মহারাণী এলিজাবেথ। আজ সোমবার শেষকৃত্য হতে চলেছে তাঁর। আর এই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে লন্ডন পৌঁছে গিয়েছেন ৫০০ এরও বেশি বিশ্বনেতা।

শোকের ছায়া বিশ্বজুড়ে। আর এর মধ্যেই বেশ কিছু দেশ প্রশ্ন তুলতে শুরু করেছে। আর সেই তালিকাতে অবশ্যই ভারতবাসীর একাংশও রয়েছে। যদিও রানির মৃত্যুতে একদিনের শোকপ্রকাশ করা হয়েছে ভারতের তরফে। এমনকি কোহিনুরও ফেরতের দাবি তুলতে শুরু করেছেন কেউ কেউ। বিশ্বের সবথেকে দামি এই কোহিনূর। যা দীর্ঘদিন রানি এলিজাবেথের মুকুটে শোভা পেয়েছিল।

আর এই বিতর্কের মধ্যেই ব্রিটিশ রাজের সময় উপনিবেশিত দেশগুলো থেকে আনা হীরা ফেরত দেওয়ার দাবিও উঠেছে। এই হীরাগুলি ব্রিটিশ মুকুটের গহনাগুলিতে লাগানো হয়। সেই মতো ৫০০ ক্যারেটের গ্রেট স্টার হীরে ফেরত দেওয়ার দাবি তুলল দক্ষিণ আফ্রিকা। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দ্য গ্রেট স্টার ডায়মন্ড বিশ্বের বৃহত্তম পরিষ্কার আনকাট হীরা।

Cullinan I- হিসাবেও এটা দেখা হয়ে থাকে। জানা যায়, এটি ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় খনন করা একটি বড় রত্নপাথর থেকে কাটা হয়েছিল। জানা যায়, গ্রেট স্টার আফ্রিকার তৎকালীন ঔপনিবেশিক শাসকরা ব্রিটিশ রাজপরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। এরপর এটি রাণীর রাজকীয় রাজদণ্ডে স্থাপন করা হয়।

দক্ষিণ আফ্রিকার এক আধিকারিক থান্ডক্সোলো সাবেলো মন্তব্য করেন, কুলিনান ডায়মন্ডকে অবিলম্বে দক্ষিণ আফ্রিকার হাতে তুলে দেওয়া উচিৎ। আমাদের দেশ তো বটেই, অন্য দেশের সম্পদ নিয়ে ধনী এবং লাভবান হয়েছে ব্রিটেন। এর লাভ অবশ্যই আমাদের মতো দেশের অবশ্যই পাওয়া উচিৎ বলে দাবি ওই আধিকারিকের।


Weather Update | মেঘলা আকাশ, ভ্যাপসা গরমে জেরবার কলকাতাবাসী, বৃষ্টির স্বস্তি মিলবে কি?
Kasba Law College | করা হয় ধর্ষণের মুহূর্তের ভিডিও, মারা হয় হকি স্টিক দিয়ে! কসবা গণধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার ওপর চলে অকথ্য অত্যাচার!
Kasba Law College | কলকাতার ল-কলেজের মধ্যে তরুণীকে গণধর্ষণ! অভিযুক্ত ওই কলেজেরই প্রাক্তনী ও দুই পড়ুয়া!
Election Commission | এক ধাক্কায় ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করলো নির্বাচন কমিশন!
Puri Lord Jagannath | বর্বর শবরদের ‘ট্রাইবাল গড’ থেকে রাজ-পুরী! ৯০০ বছর পরেও নীচবর্ণের হাতে পুজো পান ভক্তের ভগবান প্রভু জগন্নাথ
Ahmedabad Plane Crash Live Update | ১১ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন!
Breaking News | দুগ্ধজাত পণ্যে ছাড় দেবে না কেন্দ্র, কৃষিক্ষেত্রে ভারত-মার্কিন বাণিজ্য আলোচনায় অচলাবস্থা!