IPL 2023: আইপিএলে ফিরছেন প্রাক্তন বোর্ড প্রধান সৌরভ, কিন্তু কোন পদে দেখা যাবে তাঁকে?

Tuesday, January 3 2023, 11:04 am
highlightKey Highlights

Sourav Ganguly to rejoin Delhi Capitals: প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এবার দিল্লি ক্যাপিটালসে ক্রিকেটের পরিচালক হিসাবে যোগ দিতে প্রস্তুত।


সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আইপিএলে ফের দেখা যাবে মহারাজকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান সৌরভ গাঙ্গুলী ভবিষ্যতে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে ফিরছেন এবং সেখানে তাঁকে ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে দেখা যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি (Board of Control for Cricket in India) ছিলেন সৌরভ গাঙ্গুলী। অক্টোবর, ২০২২-এ সেই মেয়াদ শেষ হওয়ার পর আর তাঁকে BCCI-তে সুযোগ দেওয়া হয়নি। তারপর সিএবি-র (CAB) সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন বলে ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু সিএবি-তে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সভাপতি হিসাবে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। সে দিন জানা যায় নির্বাচন হচ্ছে না।

এই বছরই সৌরভ ফিরছে দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গিয়েছে। আগেও এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। সেই দলের মালিকদের সঙ্গে সৌরভের ভাল সম্পর্ক। তাই আইপিএলে সৌরভ ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।

আইপিএল-এর এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন

আগামী তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান এখন রজার মাইকেল হামফ্রে বিনি। অমিত শাহের পুত্র জয় শাহ বোর্ডে থেকে গেলেও সৌরভকে সরে যেতে হওয়ায় শুরু হয়েছিল রাজনৈতিক চর্চাও। এক সময় সব প্রশাসনিক পদ থেকে সরে যাওয়া সৌরভ এ বার ফিরতে চলেছেন আইপিএলে।

Yes, Sourav will be back with Delhi Capitals this year. The discussions and modalities are over. He has worked with the franchise and shares a good comfort level with owners and if he would have worked in IPL, it would have always been with DC. 

An IPL source tracking developments told PTI on conditions of anonymity.



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File