সম্পূর্ণ কোভিডমুক্ত সৌরভ গাঙ্গুলী, ফিরলেন ‘দাদাগিরি’র শুটিং ফ্লোরে

Thursday, January 13 2022, 5:43 am
highlightKey Highlights

ফের শুরু হচ্ছে দাদার "দাদাগিরি"। প্রায় দুসপ্তাহ বন্ধ থাকার পর ফের ‘দাদাগিরি’র শ্যুটিং শুরু হল। করোনা কে হারিয়ে আবারও মঞ্চে হাজির সৌরভ গাঙ্গুলী।


গত মাসের শেষ দিকে করোনা আক্রান্ত হন সৌরভ গাঙ্গুলী। জিনোম সিকোয়েন্সিং-এর রিপোর্ট অনুযায়ী জানা যায় করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন মহারাজ। এর জেরে তাঁর সঞ্চালিত চলতি শো "দাদাগিরি" র শ্যুটিং ও বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে করোনামুক্ত হয়ে গত বুধবার থেকে সেই কাজ আবার শুরু করলেন তিনি।

করোনামুক্ত মহারাজ, ফের শুরু দাদার 'দাদাগিরি'

অবশেষে কোভিড-মুক্ত 'প্রিন্স অফ ক্যালকাটা'। দীর্ঘ অসুস্থতার পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরলেন সৌরভ। সঞ্চালক স্বয়ং করোনা আক্রান্ত হওয়ায় প্রায় দুসপ্তাহ বন্ধ ছিল 'দাদাগিরি'র শুটিং। করোনা-জয়ের পর ফের ক্যামেরার সামনে দাঁড়াতে প্রস্তুত সৌরভ গাঙ্গুলী।

Trending Updates
দাদাগিরি র সেটে সঞ্চালনায় সৌরভ গাঙ্গুলী
দাদাগিরি র সেটে সঞ্চালনায় সৌরভ গাঙ্গুলী

বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন সৌরভ, করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর কন্যা সানা ও

করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাঁকে ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়। তাঁর শরীরে বেশ কিছু কো-মর্বিডিটি রয়েছে, সেই কারণেই কোনওরকম কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকেরা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বেহালার বাড়িতে নিভৃতবাসে ছিলেন তিনি। 

সৌরভ গাঙ্গুলী এবং তাঁর কন্যা সানা গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী এবং তাঁর কন্যা সানা গাঙ্গুলী

প্রাক্তন ভারত অধিনায়কের কন্যা সানারও কোভিড রিপোর্ট পজিটিভ।বর্তমানে লন্ডনে পড়াশোনা করছেন সানা, জানা যাচ্ছে ক্রিসমাসের ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন এবং এখানে এসেই করোনা পজিটিভ হন তিনি। গত মঙ্গলবার সানার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে সম্পূর্ণ সুস্থ সৌরভ-কন্যা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File