Sonakshi Sinha: জীবনের নতুন অধ্যায়ে সোনাক্ষী!

Tuesday, August 16 2022, 9:53 am
highlightKey Highlights

সোনাক্ষী ও জাহির-এর বন্ধুত্বের খবর জানে না এমন কেউ নেই। তবে এ বার সম্পর্কে সিলমোহর দিতে চলেছেন এই দুই তারকা!


বলিউডের অন্দরের খবর আগামী মাসেই নাকি নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করতে চলেছেন সোনাক্ষী, জাহির। শোনা যাচ্ছে সম্পর্কের এই ঘোষণাও হবে একদম অন্য রকম ভাবে। তাঁরা নাকি শ্যুটিং করেছেন বিশেষ গানেরও।

জাহির ইকবাল আর সোনাক্ষী সিংহর সম্পর্ক নিয়ে বলিপাড়ায় গুঞ্জন অনেক দিনের। যদিও নিজেদের প্রেমের বিষয়ে এখনও মুখ খোলেননি দু’জনের কেউই। শুধুমাত্র ভাল বন্ধু বলেই দাবি করেন তাঁরা।

Trending Updates

সেই বিশেষ গানের মাধ্যমেই নিজেদের সম্পর্কের কথা সকলের সামনে আনবেন তাঁরা। খুব শিগগিরি প্রকাশ্যে আসবে সেই ভিডিয়ো। সোনাক্ষী আর জাহিরের বন্ধুত্বের কথা সকলের জানা। সেই ঝলক নেটমাধ্যমে মাঝেমাঝেই দেখতে পান নায়িকার অনুরাগীরা। সোনাক্ষীর জন্মদিনে এক মজাদার ছবিও সকলের সঙ্গে ভাগ করে নেন জাহির। দু’জনেই যে একে অপরের সঙ্গ ভালবাসেন। এ তো তারই পূর্বাভাস।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File