Solar Eclipse 2024 | পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়েও কাজে ব্যস্ত থাকবে আদিত্য এল-১! কোথায় দেখবেন গ্রহণের লাইভ স্ট্রিম?

Monday, April 8 2024, 1:42 pm
highlightKey Highlights

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য পুরোপুরি ঢাকা পড়ে যাবে চাঁদের ছায়ায়। আর সেই সময় শুধুমাত্র সূর্যের বাইরের অংশের আলো দেখা যাবে। যদিও ভারতের আকাশে এই গ্রহণ সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে ইন্টারনেটের যুগে ভারতে বসে সূর্যগ্রহণ দেখা যাবে।


২০২৪ সালের প্রথম গ্রহণ হতে চলেছে  আর কিছুক্ষণ পরই। আজ চৈত্র অমাবস্যায় হবে অর্থাৎ ৮ই এপ্রিল হবে সূর্যগ্রহণ (surya grahan)। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য পুরোপুরি ঢাকা পড়ে যাবে চাঁদের ছায়ায়। আর সেই সময় শুধুমাত্র সূর্যের বাইরের অংশের আলো দেখা যাবে। আজ আকাশে দেখা যাবে বৃহস্পতি ও শুক্র গ্রহও। মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত হবে এই গ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। যদিও ভারতের আকাশে এই গ্রহণ সূর্যগ্রহণ (surya grahan) দেখা যাবে না। কারণ ভারতীয় সময়ে ৮ ই এপ্রিল রাত ৯টার একটু পর থেকে শুরু হবে গ্রহণ। তবে ইন্টারনেটের যুগে ভারতে বসে সূর্যগ্রহণ ২০২৪ (surya grahan 2024) দেখা যাবে। এর জন্য ইতিমধ্যে নাসা (NASA)-থেকে লাইভ স্ট্রিমের  ব্যবস্থাও করা হয়েছে। অন্যদিকে,  সূর্যগ্রহণের গোটা সময়ে তা প্রত্যক্ষ করবে ইসরোর আদিত্য। এর জন্যে সঠিক স্থানে রয়েছে সৌরযানটি। সেই সময় আদিত্য এল১-এর পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য সূর্যের ক্রোমোস্ফিয়ার এবং করোনাকে আরও অধ্যয়ন করতে সহায়তা করবে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য পুরোপুরি ঢাকা পড়ে যাবে চাঁদের ছায়ায়
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য পুরোপুরি ঢাকা পড়ে যাবে চাঁদের ছায়ায়

সূর্যগ্রহণ ২০২৪ এর সময় :

সূর্যগ্রহণ ২০২৪ (surya grahan 2024) ভারতের আকাশে দেখা যাবে না। ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে ৮ই এপ্রিল। সেদিন ভারতীয় সময় অনুযায়ী রাতের বেলা এই গ্রহণ দেখা যাবে। ফলে স্পষ্টতই, পূর্ণগ্রাস গ্রহণের ফলে কালো ছায়ায় ঢাকা সূর্যের সাক্ষী সেদিন ভারত হবে না। ৮ এপ্রিল রাতে ৯ টা ১২ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুসারে গ্রহণ শেষ হবে রাত ২ টো ২২ মিনিটে। রাত ১০ টা ১০ মিনিটে পূর্ণ গ্রাসের শুরু। বলা হচ্ছে, ৮ এপ্রিলের গ্রহণ স্থায়ী হবে ৪ ঘণ্টা ২৫ মিনিট ধরে। দীর্ঘ ৭ মিনিট পূর্ণগ্রাস থাকবে। ফলে সেই সময় সূর্য সম্পূর্ণভাবে ঢেকে যাবে।

কোথায় কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ?

ভারতে সূর্যগ্রহণ (solar eclipse in india) দেখা যাবে না। কিন্তু উত্তর আমেরিকার কিছু কিছু জায়গা থেকে গোটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণই দেখা যাবে। তার সঙ্গেই মেক্সিকোর একটা বড় অংশ থেকে এবং কানাডার কিছু অংশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। কিছু সংবাদমাধ্যম সূত্রের খবর, পূর্ণগ্রাস সবচেয়ে আগে দেখতে পাবেন মেক্সিকোর প্য়াসিফিক উপকূলে থাকা বাসিন্দারা।

গ্রহণের সময় আকাশে দেখা যাবে শুক্র ও বৃহস্পতি?

বলা হচ্ছে এদিন আকাশে বৃহস্পতি ও শুক্র গ্রহকে দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ফলে আজ আকাশ থেকে পুরো ৮ মিনিটের জন্য হারিয়ে যাবে সূর্য। সেই সময় অন্ধকার আকাশে খালি চোখেই দেখা যাবে শুক্র ও বৃহস্পতিকে। এই দুই গ্রহ পৃথিবীর কাছাকাছি রয়েছে। তবে সাধারণ ভাবে এই দুই গ্রহকে সব সময় পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় না। তবে যে সব জায়গা থেকে গ্রহণ দেখা যাবে, সেই সব স্থান থেকে আজ খালি চোখে দিনের বেলায় এই দুই গ্রহকে দেখা যাবে। এছাড়াও আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আকাশে একটি ধূমকেতু দেখা যাবে। আগুনের বলের মতো এই ধূমকেতু গ্রহণের সময় সূর্যের খুব কাছ দিয়ে যাবে। এর ফলে তখন আকাশে খালি চোখেই ধূমকেতুটি লক্ষ্য করা যাবে।

উত্তর আমেরিকার কিছু কিছু জায়গা থেকে গোটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে
উত্তর আমেরিকার কিছু কিছু জায়গা থেকে গোটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে

গ্রহণের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?

ভারতের আকাশে গ্রহণ দেখা না গেলেও ইন্টারনেটের যুগে বাড়িতে বসেও গ্রহণ দেখা যাবে। NASA-থেকে লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখা যাবে সূর্যগ্রহণ। ৮ এপ্রিল ভারতীয় সময় রাত সাড়ে দশটায় NASA লাইভ স্ট্রিম শুরু করবে।  এই সময় জুড়ে স্ট্রিমের মাধ্যমে গোটাটাই দেখা যাবে। লাইভ স্ট্রিম দেখা যাবে https://youtu.be/2MJY_ptQW1o এই লিঙ্কে।

সূর্যগ্রহণের সময়ে কী করবে আদিত্য এল-১?

এদিন সূর্যগ্রহণের গোটা সময়ে তা প্রত্যক্ষ করবে  আদিত্য এল-১। এর জন্যে সঠিক স্থানে রয়েছে সৌরযানটি। সেই সময় আদিত্য এল১-এর পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য সূর্যের ক্রোমোস্ফিয়ার এবং করোনাকে আরও অধ্যয়ন করতে সহায়তা করবে। রিপোর্ট অনুযায়ী, নিজের ৬টি পেলোডের ২টি ব্যবহার করেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করবে আদিত্য এল১। জানা গিয়েছে, আদিত্য এল১-এ থাকা ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ ব্যবহার করেই ৪ মিনিটের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করবে ইসরোর সৌরযানটি।  

সূর্যগ্রহণের গোটা সময়ে তা প্রত্যক্ষ করবে আদিত্য এল-১
সূর্যগ্রহণের গোটা সময়ে তা প্রত্যক্ষ করবে আদিত্য এল-১

আগামী ৯ই এপ্রিল ২০২৪ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। আর ঠিক তার আগের দিন, অর্থাৎ আজ চৈত্র অমাবস্যায় হবে ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ। এর দিন ১৫ আগে দোল পূর্ণিমায় ছিল এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ একটি অত্যন্ত বিরল মহাজাগতিক ঘটনা। সূর্যের আংশিক গ্রহণ ও বলয়গ্রাস গ্রহণ দেখা দেলেও পূর্ণগ্রাস গ্রহণ প্রায় হয় না বললেই চলে। ৫৪ বছর আগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল। আবার এত বছর পর পুরোপুরি রাহুর গ্রাসে আজ ঢাকা পড়তে চলেছে সূর্য। আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন আট মিনিটের জন্য আকাশ থেকে পুরোপুরি হারিয়ে যাবে সূর্য। এই সময় সূর্য চাঁদের ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে যাবে। এর ফলে সূর্যের এক ফোঁটা কিরণ এই সময় পৃথিবীতে পৌঁছতে পারবে না। চাঁদের কাছাকাছি থাকায় গত ৫০ বছরের মধ্যে এটি হবে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে ভারত থেকে গ্রহণ দেখা যাবে না। তাই গ্রহণের সূতক কালও এখানে কার্যকরী নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File