Skydiving in India | আকাশের মাঝে পাখির মতো ওড়ার রোমাঞ্চ! ভারতের কোথায় রয়েছে স্কাইডাইভিং অ্যাডভেঞ্চারের স্বাদ উপভোগ করার সুযোগ?

Wednesday, March 6 2024, 1:58 pm
highlightKey Highlights

সাধারণত স্কাইডাইভিং অ্যাডভেঞ্চার স্পোর্টসের গোত্রে পড়ে। এই অ্যাডভেঞ্চারের স্বাদ পেতে যেতে হবেনা বিদেশে। ভারতেও স্কাইডাইভিং এর সুযোগ সুবিধা রয়েছে নানান জায়গায়।


কমবেশি সকলেই জীবনে অন্তত একবার হলেও আকাশে উড়ে বেড়ানোর কথা ভেবেছেন। টিভির পর্দায়, সিনেমার পর্দায় অনেকসময়ই দেখা যায় যে, বিমান থেকে প্যারাশুট বেঁধে ঝাঁপ দিচ্ছে এক বা একসঙ্গে অনেকে। আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছা কিছুটা হলেও বাস্তব করে স্কাইডাইভিং (Skydiving)। উঁচু জায়গা থেকে তারপর হাওয়ায় ভেসে নীচে নামতে নামতেই খুলে যাচ্ছে প্যারাশুট। তারপর প্যারাশুট বেঁধে ঝাঁপ, তারপর পাখির মতো ভেসে আলতো করে মাটি ছোঁয়া। এই গোটা বিষয়টি অর্থাৎ স্কাইডাইভিং অ্যাডভেঞ্চারের স্বাদ জীবনে  একবার পাওয়ার ইচ্ছা আছে অনেকেরই। তবে ভারতে স্কাইডাইভিং (Skydiving in India) মুখে বলা যতটা সহজ, কিন্তু এই খেলা বাস্তবে করা ততটাই কঠিন। তা সত্ত্বেও, এটি অনেক মানুষের প্রিয়। আর সেই মতো দেশের নানান জায়গায় রয়েছে স্কাইডাইভিং উপভোগ করার দারুন সুযোগও।

ভারতে স্কাইডাইভিং । Skydiving in India :

স্কাইডাইভিংয়ের শুরুটা বহু পুরনো। ১৭০০ খ্রিষ্টাব্দের শেষের দিকে ফ্রান্সে হট এয়ার বেলুন থেকে ঝাঁপ দিয়ে হয়েছিল শুরু। এখন অবশ্য তেমন হয় না। বিমান বা উঁচু কোনও জায়গা থেকে ঝাঁপ দেন স্কাইডাইভার। এরপর কিছুক্ষণ পর উচ্চতা কমে গেলে প্যারাসুটের সাহায্যে অবতরণ করতে হয়। এর অনেক নিয়ম ও দক্ষতার বিষয় রয়েছে যেগুলো এই খেলায় মেনে চলা খুবই জরুরী। এই খেলা বা অ্যাডভেঞ্চারের আগে প্রশিক্ষণও দেওয়া হয়। নির্দেশাবলী ভালভাবে বোঝা গেলে, এটি করা সহজ। মূলত বিদেশে স্কাইডাইভিং-এর নানান ব্যবস্থা থাকলেও ভারতেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে স্কাইডাইভিং করার সুযোগ সুবিধা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক দেশের সেরা কিছু স্কাইডাইভিং করার জায়গা সম্পর্কে-

মহীশূরে স্কাইডাইভিং । Skydiving in Mysore :

কর্ণাটকের মহীশূর শহরটি সুন্দর উপত্যকা এবং সবুজের জন্য পরিচিত। তবে যদি আপনি ৪০০০ ফুট উঁচু থেকে ঐতিহাসিক শহরের উপর দিয়ে রোমাঞ্চকর স্কাইডাইভিং করতে চান তাহলে মহীশূরে স্কাইডাইভিং (Skydiving in Mysore) করতে হবে অবশ্যই। মহীশূরের চামুন্ডি পাহাড়ে স্কাইডাইভিং করা যায়। এখানে স্কাইডাইভিংয়ের জন্য একদিনের প্রশিক্ষণ দেওয়া হয়। সোলো প্যারাগলাইডিং জাম্পের জন্য আপনাকে প্রশিক্ষণ দেওয়া হয় প্রথমে। এখানে আকাশে উড়তে হলে আপনার খরচ হবে ১৫০০০টাকা থেকে ২৫০০০টাকার মধ্যে। প্যারাগলাইডিং-এর সময় সকাল ৭টা থেকে রাত ৯টা।

হায়দরাবাদে স্কাইডাইভিং । Skydiving in Hyderabad :

 ৩ দিন টানা প্রশিক্ষণের পরেই আপনি হায়দরাবাদে স্কাইডাইভিং (Skydiving in Hyderabad) করতে পারবেন। এখানে সকাল ৮.৩০টা থেকে রাত ১০টা অবধি আকাশে ওড়ার অনুমতি রয়েছে। এই স্কাইডাইভিং করার প্যাকেজের খরচ হতে পারে ১৯,৫০০টাকা।

ডিসা, গুজরাটে স্কাইডাইভিং । Skydiving in Disa, Gujarat :

গুজরাটের এই শহরটি স্কাইডাইভিংয়ের জন্য খুবই বিখ্যাত। সুন্দর লেক নিয়ে এই শহরে অনেক স্কাইডাইভিং ইভেন্টের আয়োজন করা হয়। গুজরাতের বান্সকান্ত শহরে ডিসা ভিউ পয়েন্ট থেকে স্কাইডাইভ করতে পারেন। সকাল ৭টা থেকে সারাবছর শহরের উপর দিয়ে আকাশে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন আপনি। এখানে স্কাইডাইভিংয়ের আগে প্রায় ১ থেকে ৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়।এখানকার দৈনিক প্যাকেজ শুরু হয় ১৬,৫০০টাকা থেকে যা  ৩৭,৫০০ টাকা অবধি প্যাকেজ রয়েছে।

নারনউল স্কাইডাইভিং । Skydiving in Narnaul :

হরিয়ানার নারনউল স্কাইডাইভিং (Narnaul skydiving)খুব জনপ্রিয়। পাহাড়ের উপর দিয়ে আকাশে ভেসে চলার আনন্দ উপভোগ করতে হলে আপনার একমাত্র গন্তব্য হরিয়ানা। এখানে সকাল ১০টা থেকে দুপুর ১টা অবধি প্যারাগলাইডিং চলে। আকাশপথে ভেসে চলার জন্য খরচ হতে পারে ১৮,৫০০টাকা থেকে ২৭,৫০০ টাকা অবধি।

পন্ডিচেরি, তামিলনাড়ুতে স্কাইডাইভিং । Skydiving in Pondicherry, Tamil Nadu :

পন্ডিচেরিতে স্কাইডাইভিং যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই কষ্টকরও। এখানে প্রায় ১০০০০ ফুট উচ্চতা থেকে স্কাইডাইভিং করা হয়। ফলে শ্বাসকষ্টের সমস্যা থাকলে এখানে আলাদা করে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন। পন্ডিচেরির ক্যাম্পটা ভীষণ সুন্দর, তার উপর দিয়েই আপনার প্রথম লাফটা হবে। এখানে স্কাইডাইভিং-এর খরচ ১৬০০০টাকা থেকে শুরু, রয়েছে ৬৫০০০ অবধি। এছাড়াও এর জন্য ক্যাম্পেরও আয়োজন করা হয়।

ধানা, মধ্যপ্রদেশে স্কাইডাইভিং । Skydiving in Dhana, Madhya Pradesh :

মধ্যপ্রদেশের ধানায় স্কাইডাইভিং করা হয়। এই শহরটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ১৮৬ কিলোমিটার দূরে। এখানে স্কাইডাইভিং ক্যাম্প হয় এবং স্কাইডাইভিংয়ের আগে এখানে প্রায় আধা ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে স্কাইডাইভিং করা হয় ৪০০০ ফুট উচ্চতা থেকে।

উল্লেখ্য, স্কাইডাইভিং করার আগে সঠিক প্রশিক্ষণ প্রয়োজন তো বটেই। এর পাশাপাশি আরও কিছু বিষয়ও মাথায় রাখা অবশ্যিক। স্কাইডাইভিং করার সময় আরামপ্রদ জামাকাপড় পড়বেন,স্কাইডাইভিংয়ের আগে কোনওরকম নেশাদ্রব্য খাওয়া বা পান করবেন না। মনে রাখবেন অত উঁচুতে অল্প শ্বাসকষ্ট হতেও পারে, এতে আতঙ্কিত হবেন না। এছাড়া হৃদযন্ত্রের সমস্যা থাকলে স্কাইডাইভিং এড়িয়ে চলাই ভালো। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলেও সম্ভব হলে বিরত থাকুন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File