SIR-Election Commission | সামনেই নির্বাচন, এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠক ডাকলেন জাতীয় নির্বাচন কমিশন!

Sunday, October 26 2025, 3:35 pm
highlightKey Highlights

আগামী বছরের নির্বাচনের আগে কয়েকটি রাজ্যে এসআইআরের দিন ঘোষণা করা হবে।


২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে। জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল অর্থাৎ সোমবার জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক ডেকেছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল ৪.১৫ নাগাদ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই প্রেস ব্রিফিংয়ের নেতৃত্ব দেবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যদিও কী বিষয়ে বৈঠক হবে জানা যায়নি। তবে সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেস কনফারেন্সের মূল ফোকাস হবে এই এসআইআরের সময়সূচি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File