গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়,গ্রিন করিডোরের মাধ্যমে তাঁকে নিয়ে যাওয়া হল SSKM-এ
পদ্মশ্রী বিতর্কের মাঝেই গুরুতর অসুস্থ বর্ষীয়ান সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রিন করি়ডোরের মাধ্যমে তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে
গুরুতর অসুস্থ বর্ষীয়ান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিল্পীর পরিবার সূত্রে জানানো হয়েছে, উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে শিল্পীকে। ইতিমধ্যেই তাঁর চিকিৎসায় গড়া হয়েছে মেডিক্যাল বোর্ড।
শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
গত বুধবার সন্ধ্যেয় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি গায়িকা।তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে শিল্পীর সঙ্গে কথা বলেন। সঙ্গীত শিল্পীর কন্যার সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী এই আশ্বাস দেন যে চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে রাজ্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
উল্লেখ্য, দু’দিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে পদ্মশ্রী পুরস্কারের জন্য ফোন আসে প্রবাদপ্রতীম শিল্পীর কাছে। তৎক্ষণাৎ সেই পদ্মশ্রী প্রত্যাখ্যান করে দেন। কাঁপা গলায় হিন্দিতেই জানান, “আমার মন চাইছে না”। শুধু তাই নয়, কেন্দ্রের এহেন সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। গত দু’দিন ধরে চলা সেই বিতর্কের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শিল্পী।