Shubman Gill । গুজরাট চিটফান্ড কাণ্ডে সিআইডির নজরে শুভমান গিল, মোহিত শর্মা সহ আরও ২
Thursday, January 2 2025, 3:39 pm

চিটফ্যান্ড প্রতারণায় গুজরাত সিআইডির তরফে পাঠানো হয়েছে সমন। শুভমন গিল, মোহিত শর্মা, সাঈ সুদর্শন ও রাহুল তেওয়াটিয়ার নাম জড়িয়েছে চিটফান্ড প্রতারণার সঙ্গে।
রাত পোহালেই সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট। এই টেস্টে শুভমন গিলের প্রত্যাবর্তনের জোর সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে চিটফ্যান্ড প্রতারণায় গুজরাত সিআইডির তরফে সমন পাঠানো হলো তাঁকে। গিল একা নন, মোহিত শর্মা, সাঈ সুদর্শন ও রাহুল তেওয়াটিয়ারও নাম জড়িয়েছে। সূত্রের খবর, ৪ ক্রিকেটারই আইপিএলে গুজরাত টাইটান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। প্রতারণার কিংপিন ভূপেন্দ্র সিংহ জালা জিজ্ঞাসাবাদে জানায় শুভমন গিল এই স্কিমে ১.৯৫কোটি টাকা নিবেশ করেছিলেন। বাকিরাও বেশ মোটা টাকা নিয়োগ করেছে।
- Related topics -
- খেলাধুলা
- স্ক্যাম
- গুজরাত
- সিআইডি
- চিটফান্ড
- শুভমন গিল
- আইপিএল
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ক্রিকেট
- ক্রিকেট বিশ্বকাপ
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- গুজরাট টাইটান্স
- গুজরাট পুলিশ
- গুজরাট