Raj Kundra: আর্থিক তছরুপের অভিযোগে ফের আটক শিল্পপতি রাজ
শীঘ্রই শিল্পা শেট্টির ছবি 'নিকম্মা' রিলিজ হতে চলেছে। এরই মধ্যে আর্থিক তছরুপের অভিযোগে আটক এবং গ্রেফতার হন কুন্দ্রা।
পর্নোগ্রফি মামলায় জামিন পেয়ে কিছুদিন আগেই বাড়ি ফিরেছিলেন শিল্পাপতি রাজ কুন্দ্রা। তবে এবার ED আটক করল তাঁকে। রাজের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট অধিদপ্তর। ED সূত্রে খবর, ২০১৯ সালে আর্মস প্রাইম মিডিয়া লিমিটেড (Arms Prime Media Limited) নামের একটি কোম্পানি তৈরি করেছিলেন রাজ কুন্দ্রা।
সেই কোম্পানিই Hotshots App ডেভেলপ করেছিল। পরে ইংল্যান্ডের Kenrin নামের এক সংস্থাকে ওই অ্যাপটি বিক্রি করে দেওয়া হয়েছিল। ওই অ্যাপের মেইনটেইন্যান্সের জন্য রাজের Viaan Industries এর সঙ্গে চুক্তি করেছিল Kenrin। এর সুবাদে Viaan Industries এর ১৩ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রান্সফার করেছিল কেনরিন। উল্লেখ্য, রাজ কুন্দ্রার শ্যালক প্রদীপ বক্সী ওই ব্রিটিশ সংস্থার CEO। ফলত বিষয়টি নিয়ে সন্দিহান ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির গোয়েন্দারা।
- Related topics -
- বিনোদন
- সেলিব্রিটি
- রাজ কুন্দ্রা
- ভারতীয়