পর্নকাণ্ডে রাজের গ্রেফতারির পর লজ্জায় মুখ ঢাকলেন শিল্পা, গেলেননা শুটিংয়েও
Wednesday, July 28 2021, 11:40 am
Key Highlightsগত সোমবার অর্থাৎ ১৯শে জুলাই রাতে অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রাকে নিজের বাসভবন থেকে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে। রাজ কুন্দ্রার বিরুদ্ধে জোর করে পর্নফিল্ম করিয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে মুম্বাই পুলিশ ভারতীয় দণ্ডবিধি এবং প্রযুক্তি আইন অনুযায়ী ধারা ৪২০ (প্রতারণা), ২৯২ এবং ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা দেখানো) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় লজ্জায় মুখ ঢেকেছেন অভিনেত্রী শিল্পা। সন্তানদের কথা মাথায় রেখে তিনি শুটিংয়েও যাননি বলে জানা যাচ্ছে।
- Related topics -
- বিনোদন
- ক্রাইম
- মুম্বাই পুলিশ

