Shashi Tharoor | ভারতের রাজধানী বদল? দিল্লির সত্যিই দেশের রাজধানী থাকা উচিত কি না প্রশ্ন তুললেন শশী থারুর

Tuesday, November 19 2024, 4:12 pm
Shashi Tharoor | ভারতের রাজধানী বদল? দিল্লির সত্যিই দেশের রাজধানী থাকা উচিত কি না প্রশ্ন তুললেন শশী থারুর
highlightKey Highlights

তিমধ্যেই বায়ুদূষণকে ‘মেডিক্যাল এমার্জেন্সি’ হিসাবে ঘোষণা করেছে দিল্লির সরকার।


রাজধানী দিল্লির একাধিক এলাকায় দূষণের মাত্রা ৫০০ ছুঁয়েছে। চিকিৎসকরা বলছেন, বর্তমানে দিল্লির বায়ু এতটাই দূষিত যে, সেখানে নিশ্বাস নেওয়া বহু সিগারেট খাওয়ার সমান। ইতিমধ্যেই বায়ুদূষণকে ‘মেডিক্যাল এমার্জেন্সি’ হিসাবে ঘোষণা করেছে দিল্লির সরকার। এসবের মধ্যেই দিল্লি ভারতের 'রাজধানী' হিসেবে পরিচিত থাকা উচিত কি না তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, “নভেম্বর থেকে জানুয়ারি এই শহরটা বসবাসের উপযুক্ত থাকে না। অন্য সময়ও অসহ্য। দিল্লির কি সত্যিই দেশের রাজধানী থাকা উচিত?”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File