রুচিকা কাপুর কি অন্তঃসত্ত্বা? জানালেন তাঁর স্বামী টেলি অভিনেতা শাহির শেখ
Monday, May 17 2021, 11:35 am
 Key Highlights
Key Highlightsঅভিনেতা শাহির শেখ এবং তাঁর স্ত্রী রুচিকার ঘরে আস্তে চলেছে নতুন সদস্য। গত বছর নভেম্বর মাসে আদালতে গিয়ে আইনিভাবে নিজেদের বিবাহ সম্পন্ন করেন শাহির-রুচিকা। এবছর জুন মাসেই তাদের বিয়ের গ্রান্ড রিসেপশন হবার কথা ছিল তবে করোনার পরিস্থিতিতে তা বাতিল করে দেন এই টেলি তারকা জুটি। সম্প্রতি তাদের ঘরে নতুন সদস্য আসার কথা শোনা যাচ্ছিল তবে সব জল্পনা সরিয়ে শাহির নিজেই একটি সাক্ষাৎকারে তাঁর স্ত্রীর অন্তঃসত্ত্বা কিনা সে বিষয়ে মুখ খোলেন। সেখানে সরাসরি কোনো সুসংবাদ তিটি জানাননি তবে তিনি বলেন এখন তিনি তাঁর স্ত্রীএর যত্ন নিচ্ছেন এবং আরো বেশি দায়িত্বশীল হয়েছেন।
-  Related topics - 
- সেলিব্রিটি
- বলিউড
- অভিনেতা
- সাহির শেখ
- রুচিকা কাপুর
- গর্ভবতী

 
 