শাহরুখ খানকে নিয়ে সিনেমা করার জন্য অভিনেতার বাড়ির সামনে ধর্নায় বসলেন এক যুবক
Thursday, January 14 2021, 10:28 am

বড়পর্দায় কবে দেখে যাবে শাহরুখ খানকে? উৎসুক তাঁর অনুরাগীরা। এমন সময়ই শাহরুখ খানকে নিয়ে সিনেমা করার জন্য অভিনেতার বাড়ির সামনে ধর্নায় বসলেন যুবক। বেঙ্গালুরুর যুবকের দাবি, তাঁর ছবিতে সই করতে হবে কিং খানকে। যতক্ষণ না তিনি রাজি হবেন ততক্ষণ শাহরুখের বাসভবন মান্নত-এর সামনে বসে থাকবেন। পেশায় পরিচালক জয়ন্ত সিগে। যুবকের আর্জি, তাঁর ছবিতে সই করুন শাহরুখ। সেই জেদ ধরেই মান্নত-এর সামনে বসে আছেন জয়ন্ত। জানা গিয়েছে, গত বছর অগাস্ট মাসে শাহরুখকে নিয়ে সিনেমা তৈরির ইচ্ছা হয় তাঁর। ২০১৮ সালের শেষ বড় পর্দায় দেখা যায় তাঁকে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, শাহরুখ সিনেমায় সই না করলে এখানেই থাকব।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- শাহরুখ খান
- মান্নত