Kolkata Christmas । বড়দিনের ভিড় সামলাতে বন্ধ শহরের একাধিক রাস্তা, কোমর বেঁধে নামছে ট্রাফিক পুলিশ

Tuesday, December 24 2024, 1:09 pm
highlightKey Highlights

বড়দিনে পার্ক স্ট্রিটে ভিড় সামলাতে কোমর বেঁধে নামছে কলকাতা ট্রাফিক পুলিশ। বুধবার বড়দিনের দিন চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ থাকবে।


বড়দিনের আগে মহানগরে তৎপর ট্রাফিক পুলিশ। কলকাতার একাধিক রাস্তায় আজ থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। বড়দিনের উৎসবে সাজছে পার্ক স্ট্রিট। অপ্রীতিকর ঘটনা রুখতে কাল চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট এবং পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ থাকবে। হো চিন মিন সরণি থেকে পূর্ব দিকে যাওয়ার গাড়ি চলার অনুমতি থাকবে, নো এন্ট্রি থাকবে রাসেল স্ট্রিটে। আজ, যান নিয়ন্ত্রণ করতে ডিসি পদমর্যাদার দুজন আধিকারিক থাকছেন পার্ক স্ট্রিটে। খোলা হয়েছে ট্রাফিক কন্ট্রোল রুম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File