লাইফস্টাইল

Holi 2023: মন ভরে রং খেলবেন, তবে অবশ্যই চোখ-কান বাঁচিয়ে

Holi 2023: মন ভরে রং খেলবেন, তবে অবশ্যই চোখ-কান বাঁচিয়ে
highlightKey Highlights

দোল উৎসব উদযাপন করার পর রং তোলার জন্য কোনওভাবেই গরমজল ব্যবহার করা যাবে না। যদি ত্বকে এলার্জির মতো সমস্যা দেখা দেয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এমনই জানিয়েছেন ডা: তনুশ্রী গাঙ্গুলী।

মারণ করোনা ভাইরাস-এর আক্রমণের প্রায় দু’বছর পর আজ দোল পূর্ণিমার দিনে সকলে রং মাখা ও মাখানোর জন্য অত্যন্ত উৎসাহিত। তবে দোল আগে চিকিৎসকদের একটা বড় অংশ কিন্তু রীতিমতো চিন্তায়। কার্যত তাঁদের আশঙ্কা, মহা আনন্দের সাথে দোল খেলতে গিয়ে চোখ, নাক ও কানকে অবশ্য সুরক্ষিত রাখতে হবে।

দোল বা হোলি খেলার সময় যতটা সম্ভব মিষ্টি খাবার বাদ দিতে হবে। মিষ্টি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার শরীরে সমস‌্যা তৈরি করে।

ডা দিব্যেন্দু মুখোপাধ‌্যায়

একটি সমীক্ষা তথ্য থেকে জানা গিয়েছে যে, চোখ, নাক ও কানের সমস্যা নিয়ে অসংখ্য মানুষ হাজির হন বিভিন্ন হাসপাতালে, তাদের মধ্যে অনেকের অস্ত্রোপচার পর্যন্ত করা হয়েছে। তাই এই দোলোৎসবে বেশকিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 

  • রং খেলার আগে  বাধ্যতামূলকভাবে সানগ্লাস পরতেই  হবে। 
  • কন্ট্যাক্ট লেস একদমই পড়া যাবে না। কারন, কন্ট্যাক্ট লেন্স খোলার সময় রং চোখে লেগে যেতে পারে।
happy holi

চোখে রং লাগলে কোনওভাবে ঘষবেন না। বার বার পরিস্কার জল দিয়ে ধুতে হবে। হালকা গরম জল ব্যবহার করতে পারেন। নারকেল তেল বা ক্রিম চোখের চারপাশে লাগাতে পারেন। ফলে চোখ সুরক্ষিত থাকবে।

রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি অধ্যাপক ডা: সলিল মণ্ডল


Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Paschim Medinipur | চার বছরের শিশুকে সিঁদুর মাখিয়ে বলি দেওয়ার চেষ্টা! পশ্চিম মেদিনীপুরে ধৃত তান্ত্রিক
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!