Holi 2023: মন ভরে রং খেলবেন, তবে অবশ্যই চোখ-কান বাঁচিয়ে

Tuesday, March 7 2023, 4:16 am
highlightKey Highlights

দোল উৎসব উদযাপন করার পর রং তোলার জন্য কোনওভাবেই গরমজল ব্যবহার করা যাবে না। যদি ত্বকে এলার্জির মতো সমস্যা দেখা দেয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এমনই জানিয়েছেন ডা: তনুশ্রী গাঙ্গুলী।


মারণ করোনা ভাইরাস-এর আক্রমণের প্রায় দু’বছর পর আজ দোল পূর্ণিমার দিনে সকলে রং মাখা ও মাখানোর জন্য অত্যন্ত উৎসাহিত। তবে দোল আগে চিকিৎসকদের একটা বড় অংশ কিন্তু রীতিমতো চিন্তায়। কার্যত তাঁদের আশঙ্কা, মহা আনন্দের সাথে দোল খেলতে গিয়ে চোখ, নাক ও কানকে অবশ্য সুরক্ষিত রাখতে হবে।

দোল বা হোলি খেলার সময় যতটা সম্ভব মিষ্টি খাবার বাদ দিতে হবে। মিষ্টি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার শরীরে সমস‌্যা তৈরি করে।

ডা দিব্যেন্দু মুখোপাধ‌্যায়
Trending Updates

একটি সমীক্ষা তথ্য থেকে জানা গিয়েছে যে, চোখ, নাক ও কানের সমস্যা নিয়ে অসংখ্য মানুষ হাজির হন বিভিন্ন হাসপাতালে, তাদের মধ্যে অনেকের অস্ত্রোপচার পর্যন্ত করা হয়েছে। তাই এই দোলোৎসবে বেশকিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 

  • রং খেলার আগে  বাধ্যতামূলকভাবে সানগ্লাস পরতেই  হবে। 
  • কন্ট্যাক্ট লেস একদমই পড়া যাবে না। কারন, কন্ট্যাক্ট লেন্স খোলার সময় রং চোখে লেগে যেতে পারে।
happy holi
happy holi

চোখে রং লাগলে কোনওভাবে ঘষবেন না। বার বার পরিস্কার জল দিয়ে ধুতে হবে। হালকা গরম জল ব্যবহার করতে পারেন। নারকেল তেল বা ক্রিম চোখের চারপাশে লাগাতে পারেন। ফলে চোখ সুরক্ষিত থাকবে।

রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি অধ্যাপক ডা: সলিল মণ্ডল




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File