R G Kar Case | সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিলো আদালত! আরজিকর ধর্ষণ-খুন কাণ্ডের প্রায় ৫ মাস পর বিচার

Monday, January 20 2025, 9:24 am
highlightKey Highlights

শিয়ালদহ আদালতে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের দোষী সঞ্জয় রায়ের সোমবার মৃত্যুদণ্ডের সম্ভাবনা।


আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিলো শিয়ালদহ আদালত! সোমবার সাড়ে ১২টা নাগাদ শিয়ালদহ আদালতের ২১০ নম্বর ঘরে শুরু হয় আরজিকরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুন মামলায় সাজা ঘোষণা পর্ব শুরু হয়। আদালতে উপস্থিত হন নির্যাতিতার মা, বাবা। আনা হয় দোষী সঞ্জয় রায়কে। এরপর বিচারক অনির্বাণ দাসে সময় চেয়ে জানান ২:৪৫ নাগাদ সাজা ঘোষণা করা হবে। সেই মতো সাজা ঘোষণা করা হয়। উল্লেখ্য, শনিবার, ১৮ জানুয়ারি সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে বিচারক বলেছিলেন, শাস্তি তাকে পেতেই হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File