বিজ্ঞান ও প্রযুক্তি

সদ্য পুত্রশোক কাটিয়ে উঠে মার্কিন মুলুকে ‌পদ্মভূষণ সম্মান লাভ করলেন মাইক্রোসফট সিইও সত্য নাদেলা

সদ্য পুত্রশোক কাটিয়ে উঠে মার্কিন মুলুকে ‌পদ্মভূষণ সম্মান লাভ করলেন মাইক্রোসফট সিইও সত্য নাদেলা
Key Highlights

মাইক্রোসফট চেয়ারম্যান ও সিইও সত্য নাদেলা সম্প্রতি দেশের তৃতীয়-সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত হলেন।

সান ফ্রান্সিসকোতে ভারতের কনসুল জেনারেল ডঃ টিভি নগেন্দ্র প্রসাদের হাত থেকে পদ্মভূষণ সম্মান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন মাইক্রোসফট চেয়ারম্যান ও সিইও সত্য নাদেলা। এই পুর‌ষ্কার পাওয়ার পর নাদেলা বলেন, '‌পদ্মভূষণ পাওয়া এবং এত অসাধারণ মানুষের স্বীকৃতি পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের বিষয়। আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ এবং আরও অনেক কিছু অর্জনের জন্য ভারতের মানুষকে প্রযুক্তি দিয়ে সহায়তা করতে আমরা অনবরত কাজ করে যেতে চাই।'‌

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সরকার সত্য নাদেলার হাতে তুলে দিলেন পদ্মভূষণ সম্মান

চলতি বছরের শুরুতে ১৭ জন পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে অন্যতম ছিলেন সত্য নাদেলা। অ্যালফাবেট ও গুগল সিইও সুন্দর পিচাইও এই পদ্মভূষণের জন্য মনোনীত হয়েছেন। ডঃ প্রসাদের সঙ্গে আলোচনায় সত্য নাদেলা আগামীদিনে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, '‌আমরা একটি ঐতিহাসিক, অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আগামী দশক গড়ে উঠবে সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই। প্রতিটি ভারতীয় শিল্প ও সংস্থা এখন প্রযুক্তির দিকেই ঝুঁকছে।'‌ নাদেলা জানিয়েছেন, ২০২৩ সালের জানুয়ারিতে তাঁর ভারতে আসার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, প্রায় তিনবছর আগে মাইক্রোসফট সিইও ভারত সফরে এসেছিলেন।

জন্মসূত্রে হায়দরাবাদের সত্য নাদেলা ২০১৪ সালের ফেব্রুয়ারিতে মাইক্রোসফটের সিইও পদে নিযুক্ত হন। ২০২১ সালের জুনে তাঁকে সংস্থার চেয়ারম্যান হিসাবেও মনোনীত করা হয়। এই বছরের মার্চেই ২৬ বছরের পুত্রকে হারিয়েছেন সত্য নাদেলা। তাঁর ছেলে জেইন জন্ম থেকেই সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত ছিলেন। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পরে নাদেলা পরিবার। সত্য নাদেলা নিজে এই ধরনের রোগে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন।


West Bengal Weather | তীব্র দাবদাহ থেকে অবশেষে স্বস্তি! আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস!
Madhyamik 2024 | ৮০ দিনের মাথায় প্রকাশ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল! ৬৯৩ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন! পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে জেলা!
Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
Earthen Pot | গরমে ফ্রিজের জল না খেয়ে মাটির কলসিতে রাখা জল খান! শরীর ঠান্ডা হওয়ার সঙ্গে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতাও!
আজকের সেরা খবর | ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতেই ২০২৫-এ কবে মাধ্যমিক শুরু তা জানিয়ে দিলো পর্ষদ!
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali