তীব্র কর্মী সঙ্কোচনের মধ্যে অজিত মোহনের পদত্যাগের পর মেটার ভারতীয় শাখার নতুন প্রধান হিসেবে নির্বাচন করা হল সন্ধ্যা দেবনাথন

Thursday, November 17 2022, 1:16 pm
highlightKey Highlights

সোশ্যাল মিডিয়া জায়েন্ট মেটার ভারতীয় শাখার প্রধান হিসেবে অজিত মোহন পদত্যাগ করেন। মেটার ভারতীয় শাখার নতুন প্রধান হলেন সন্ধ্যা দেবনাথান।


সন্ধ্যা দেবনাথানকে মেটার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। বর্তমানে মেটার অধীনে রয়েছে হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক। জানা গিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে মেটার ভারতীয় শাখার প্রধান হিসেবে কাজ করবেন সন্ধ্যা দেবনাথন।

মেটার ভারতীয় শাখার নতুন প্রধান হলেন সন্ধ্যা দেবনাথন, ওনার ব্যাপারে বিশদে জেনে নেওয়া যাক

মেটা চিফ বিজনেস অফিসার মার্নে লেভিন একটি বিবৃতিতে ভারতীয় শাখার প্রধান সন্ধ্যা দেনাথানকে স্বাগত জানিয়েছেন। বিবৃতিতে বলেন, ভারতীয় শাখার প্রধান হিসেবে আমরা সন্ধ্যা দেবনাথনকে স্বাগত জানাচ্ছি। তাঁর ব্যবসায়ী বুদ্ধি ও ব্যতিক্রমী চিন্তাধারা ভারতে মেটাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। ভারতে মেটাকে নতুন রেকর্ড তৈরি করতে সন্ধ্যা দেবনাথন সাহায্য করবেন। মেটার ভারতীয় শাখার প্রধানের পাশাপাশি হোয়াটস অ্যাপের ভারতীয় শাখার প্রধান ও পদত্যাগ করেন।

Trending Updates

২০১৬ সালে সন্ধ্যা দেবনাথন মেটাতে যোগ দেন। ভিয়েতনামে ও সিঙ্গাপুরে ব্যবসা বৃদ্ধিতে সন্ধ্যা দেবনাথনের ভূমিকা রয়েছে। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেটার ই-কমার্স উদ্যোগকেও সাহায্য করেন। পেমেন্ট ও প্রযুক্তি বিভাগে সন্ধ্যার ২২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি একাধিক মাল্টি ন্যাশনাল সংস্থায় কাজ করেছেন। ২০২০ সালে সন্ধ্যা মেটার APAC-এর জন্য লিড গেমিং বিভাগে চলে আসেন। সেখানে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেন। মেটার ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করেন। সংস্থা তরফে জানানো হয়েছে, সন্ধ্যা দেবনাথন বিশ্বে নারীর ক্ষমতায়ণের একটি উদাহরণ হয়ে উঠেছেন।

মেটার ভারতীয় শাখার প্রধান হিসেবে সন্ধ্যা দেবনাথন ১ জানুয়ারি ২০২৩ সাল থেকে নিযুক্ত হবেন। তিনি মেটা APAC এর ভাইস প্রেসিডেন্ট ড্যান নিরিকের অধীনে কাজ করবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন। তবে ভারতীয় শাখাকে নেতৃ্ত্ব দিতে তিনি দেশে ফিরে আসবেন। সোশ্যাল মিডিয়া জায়েন্ট মেটার তরফে জানানো হয়েছে, তিনি মূলত ভারতে মেটার আয় বৃদ্ধির দিকে গুরুত্ব দেবেন।

মেটা ভারতের আয় বৃদ্ধির জন্য দেশের শীর্ষস্থানীয় সংস্থা, নির্মাতা, বিজ্ঞাপন দাতা ও অংশীদারদের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করে। সংস্থার তরফে জানানো হয়েছে, দেবনাথন মেটার অংশীদায় ও গ্রাহকদের জন্য নয়া সিদ্ধান্ত নেবেন, পাশাপাশি তিনি মেটার রাজস্ব, দীর্ঘ মেয়াদি ব্যবসা ভারতের প্রতি সংস্থার প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যাবেন।






পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File