কথা রাখলেন সায়ন্তিকা! বাঁকুড়ায় সূচনা হল কোভিড কেয়ার ইউনিটের
Tuesday, June 15 2021, 6:17 am
Key Highlightsকথা রেখেছেন তৃণমূল তারকা সায়ন্তিকা ব্যানার্জী। বিধানসভা নির্বাচনের আগে তিনি বাঁকুড়াবাসীদের জানিয়েছিলেন, ভোটের ফল যাই হোক না কেন, তিনি তাদের পাশে আছেন। তার কথা মতন করোনা পরিস্থিতিতে একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বাঁকুড়া শহরের আইলাকান্দি পিটিটিআই কলেজে কোভিড কেয়ার ইউনিট গড়ে তুলেছেন। গত সোমবার সায়ন্তিকা, জেলাশাসক কে রাধিকা আইয়ার ও পুলিশ সুপার ধৃতিমান সরকারের উপস্থিতিতে এই ইউনিটের শুভ সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী রুদ্রনাথ মহারাজ। এই ইউনিটে ২০টি বেডের সব ক'টিতেই অক্সিজেন সাপোর্ট রয়েছে এবং ৪ জন চিকিৎসক-সহ ৬ জন নার্স রয়েছেন।