সেলিব্রিটি

সত্যিই সংসার ভাঙছে সানিয়া মির্জার! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে এমনটাই ইঙ্গিত

সত্যিই সংসার ভাঙছে সানিয়া মির্জার! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে এমনটাই ইঙ্গিত
Key Highlights

বেশ কিছুদিন ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল।

গুঞ্জনের পারদ আর একটু চড়িয়ে দিল টেনিস সুন্দরী সানিয়া মির্জার রহস্যঘেরা ইনস্টাগ্রামের পোস্ট। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, 'দুটো ভাঙা হৃদয় কোথায় যায়? হয়তো আল্লাহকে খুঁজতে।' ২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়ব মালিকের সঙ্গে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বিয়ে হয়। শোয়েব মালিক পাকিস্তানের নাগরিক ও সানিয়া মির্জা ভারতের নাগরিক হওয়ার কারণে এই বিয়েকে ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছিল।

সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা, তবে এখনও বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি এই সেলেব দম্পতি

সম্প্রতি সানিয়া মির্জা ও শোয়েব মালিক দুবাইয়ে তাঁদের ছেলে ইজহান মির্জা মালিকের জন্মদিন পালন করেন। কিন্তু সেই ছবি সানিয়া মির্জা ইনস্টাগ্রামে বা কোনও সোশ্যাল মিডিয়ায় দেননি। তবে শোয়েব মালিক ছেলের জন্মদিনের ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে দিয়েছেন। এরপরেই জল্পনা আরও তীব্র হয়। অনুগামী থেকে সাধারণ মানুষের মনে হতে থাকে, তবে কি গুজবটাই সত্যি। কয়েকদিন ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের দাম্পত্যের ফাটলের গুজব ছড়ালেও এখনও তাঁরা সামনে এসে এই বিষয়ে কোনও বিবৃতি দেননি। ইনস্টাগ্রামে সানিয়া মির্জার একাধিক পোস্ট বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি সানিয়া মির্জা ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'জীবনের কঠিন মুহূর্তগুলো আমার কাছে খুব স্পেশাল।

সেলিব্রেটি দম্পতির বিয়ে ভাঙার নেপথ্যে তৃতীয় ব্যক্তি রয়েছে বলে শোনা যাচ্ছে। গুজব শোয়েব অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেখান থেকেই সম্পর্ক ভাঙনের সূত্রপাত। পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে, পরকীয়া করছেন শোয়েব মালিক। আর সেটাই মানতে পারছেন না সানিয়া মির্জা। পাক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, টেলিভিশনের কোনও একটি অনুষ্ঠানে গিয়েই শোয়েব মালিক একটি সম্পর্কে জড়িয়ে পড়েন। তা নিয়ে দাম্পত্য কলহ। সম্পর্ক বিচ্ছেদের সম্ভবনা।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক টানা পোড়েনের মধ্যেই ২০০৯ সালে হায়দরাবাদে শোয়েব মালিক ও সানিয়া মির্জার আংটি বদল হয়। ২০১০ সালে শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিয়ে হয়। ২০১৮ সালে সানিয়া পুত্র ইজহান মির্জা মালিকের জন্ম হয়। শোনা যাচ্ছে, ইতিমধ্যে তারকা দম্পতি আলাদা থাকতে শুরু করেছেন। তবে পুত্র ইজহানকে তাঁরা একসঙ্গেই দেখাশোনা করবেন বলে জানা গিয়েছে।

২০১০ সালে যখন সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিয়ে, তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সেই সময় অনেকেই বলেছিলেন, এই সম্পর্ক টিকবে না। তবে সমালোচকদের মুখের ওপর জবাব দিয়ে চুটিয়ে ১২ বছর সংসার করেন। চতুর্দিকে গুঞ্জন উঠলেও অনুগামীরা তারকাদের মুখ থেকে সত্যিটা জানতে চান। তবে এই বিষয়ে দুই জনেই মুখে কুলুপ এঁটেছেন।


Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Myanmar Update | মৃত্যুপুরী মায়ানমারে ফিল্ড হাসপাতাল বানাচ্ছে ভারত, পরিষেবা দেবেন ১১৮ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
বিশ্বভারতীর অফলাইন ক্লাস শুরু হচ্ছে, তবে এখনই সমস্ত পড়ুয়ারা ক্লাস করতে পারবে না