খেলাধুলা

Sachin Tendulkar | BCCI প্রেসিডেন্টের পদে বসতে চলেছেন 'ক্রিকেটের ঈশ্বর'? শচীনকে নিয়ে তুমুল জল্পনা বোর্ডের অন্দরে

Sachin Tendulkar | BCCI প্রেসিডেন্টের পদে বসতে চলেছেন 'ক্রিকেটের ঈশ্বর'? শচীনকে নিয়ে তুমুল জল্পনা বোর্ডের অন্দরে
Key Highlights

বিসিসিআইয়ের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে শচীনের নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল।

চলতি মাসের শেষের দিকেই ভারতীয় বোর্ডের নির্বাচন হতে চলেছে। বর্তমানে বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন বিশ্বকাপজয়ী রজার বিনি। তবে তাঁর বয়স ৭০পেরিয়ে গিয়েছে ফলে লোধা আইনে তাঁর পক্ষে আর প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। ফলে তাঁর পরিবর্তে এবারও হেভিওয়েট কাউকে ভাবা হচ্ছে। বোর্ডের অন্দরে গুঞ্জন এবার বোর্ড প্রেসিডেন্ট পরে বসতে চলেছে শচীন তেণ্ডুলকর! এ ব্যাপরে আশাবাদী স্বয়ং আইসিসি চেয়ারম্যান জয় শাহ! তবে শচীন এই প্রস্তাবে রাজি কিনা তা স্পষ্ট নয়। উল্লেখ্য, বোর্ড প্রেসিডেন্ট হতে গেলে শচীনকে বিজ্ঞাপন ছাড়তে হবে।