'একটা যুগের অবসান', চিনের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াং জেমিন প্রয়াত

Wednesday, November 30 2022, 6:20 pm
highlightKey Highlights

প্রয়াত হলেন চিনের প্রাক্তন রাষ্ট্রপতি Jiang Zemin। বুধবার ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিনের স্থানীয় সময় ১২ টা ১৩ মিনিটে সাংহাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি লিউকেমিয়া রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন। শরীরের একাধিক অঙ্গ কাজ করে দেওয়া বন্ধ করে দেয়। এছাড়াও একাধিক বার্ধক্যজনিত রোগ ছিল Jiang Zemin-এর। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত চিকিৎসা সব রকম ভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু কাজে আসল না কিছুই। বলে রাখা প্রয়োজন, ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত চিনের প্রেসিডেন্ট হিসাবে কাজ সামলেছেন Jiang Zemin।

সাংঘাই শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ

জানা যাচ্ছে, প্রাক্তন রাষ্ট্রপতি Jiang Zemin মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ সে দেশের মানুষ। দীর্ঘদিন ধরেই সাংঘাইতেই বাস করতেন জিয়াং। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টি, পার্লামেন্ট, মন্ত্রিপরিষদ এবং সেনাবাহিনী তাঁর মৃত্যুর খবর জানিয়ে চিনের জনগণকে চিঠি দিয়েছে। আর এরপরেই দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানান সে দেশের মানুষ।

Trending Updates

শোকস্তব্ধ বর্তমান রাষ্ট্রপতি

Jiang Zemin-এর শোকস্তব্ধ বর্তমান প্রেসিডেন্ট জি সিংপিং। এছাড়াও শোকস্তন্ধ ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টি,র অন্যান্য সদস্যরাও। এক বার্তা প্রেসিডেন্ট লিখেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি Jiang Zemin=এর প্রয়াণ দলের তো বটেই সেনাবাহিনী এবং দেশের মানুষের কাছে অপূরণীয় ক্ষতি। শুধু তাই নয়, মহান মার্কসবাদী, রাজনেতা হিসাবেও প্রয়াত রাষ্ট্রপতিকে উল্লেখ করা হয়েছে। এমনকি তাঁর রণনীতি চিনের বাহিনী আর পাবে বলেও আক্ষেপ করা হয়েছে।

এক দশক ধরে চিনের রাষ্ট্রপতি পদে ছিলেন

বলে রাখা প্রয়োজন, ১৯৮৯ সালে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান হয়েছিলেন Jiang Zemin। এরপর প্রায় এক দশক পর্যন্ত চিনের রাষ্ট্রপতি হিসাবে কাজ সামলেছেন তিনি। দীর্ঘ কার্যকালে একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন চিনের প্রাক্তন রাষ্ট্রপতি Jiang Zemin। সেই সমস্ত সিদ্ধান্তের দীর্ঘ প্রভাব পড়েছিল চিনের মানুষের উপর। বলে রাখা প্রয়োজন, ১৯২৬ সালের ১৭ অগাস্ট জিয়াংয়ের জন্ম হয়েছিল। কিন্ত্য ৯৬ বছর বয়সেই দৌড় থামালেন জিয়াং।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File