Russia-Ukraine War | বিনা শর্তে যুদ্ধ শেষ করতে প্রস্তুত রাশিয়া! এই মর্মে ট্রাম্পের সঙ্গেও আপোস করতেও রাজি পুতিন
কোনও শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করতে সমঝোতায় রাশিয়া প্রেসিডেন্ট রাজি ভ্লাদামির পুতিন
কোনও শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করতে সমঝোতায় রাশিয়া প্রেসিডেন্ট রাজি ভ্লাদামির পুতিন। জানা গিয়েছে, এই মর্মে তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আপোস করতে রাজি। জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি বার্ষিক প্রশ্ন উত্তর পর্বে পুতিন জানান, ট্রাম্পের সঙ্গে দেখা করতে তিনি তৈরি। পুতিন বলেন, ‘আমরা ইউক্রেনের সঙ্গে আপোস এবং সমঝোতার পথে হাঁটতে প্রস্তুত।’ যদিও তাঁর সংযোজন, ‘আমরা তো প্রস্তুত, তবে উলটো দিকের দেশটিকেও আপোস এবং সমঝোতার জন্য তৈরি থাকতে হবে।’