Russia-US Meeting | রুশ-মার্কিন বৈঠককে স্বাগত জানাল ভারত, ‘এটা যুদ্ধের সময় নয়।’- বললেন মোদী

আমেরিকা এবং রাশিয়া যে সমঝোতাতে পৌঁছেছে এবং আগামী ১৫ অগস্ট আলাস্কায় যে বৈঠকের আয়োজন করা হয়েছে, তাকে সম্পূর্ণ ভাবে স্বাগত জানিয়েছে ভারত।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বৈঠকে বসছেন। আগামী ১৫ অগস্ট আলাস্কায় এই বৈঠক হতে চলেছে। ইউক্রেনে বছর ধরে চলা সংঘাতে ইতি টানতে বৈঠক বসানো হবে। এই বৈঠককে স্বাগত জানাল ভারত। শনিবার বিকেলে নয়াদিল্লির সাউথ ব্লকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়শওয়াল জানান, “আগামী ১৫ই অগস্ট আলাস্কায় রাশিয়া ও আমেরিকার একটি বৈঠক রয়েছে। যাকে স্বাগত জানায় ভারত।” উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার বলেছেন ‘এটা যুদ্ধের সময় নয়।’