Sheikh Hasina | ১৪০০ জনকে হত্যার ঘটনায় উস্কানি ও প্ররোচনার অভিযোগ, হাসিনার বিরুদ্ধে মিললো ‘রাজসাক্ষী’!

Thursday, July 10 2025, 12:57 pm
highlightKey Highlights

শেখ হাসিনার বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ হতে চলেছেন তাঁর জমানায় পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পদের দায়িত্বপ্রাপ্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুন।


গত বছর বাংলাদেশে জুলাইয়ের আন্দোলনের সময় আন্দোলন দমনের জন্য ১৪০০ জনকে হত্যার ঘটনায় উস্কানি, প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন আইজির বিরুদ্ধে। সেই মামলার বিচার শুরু করার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার খবর, পাওয়া গিয়েছে হাসিনার বিরুদ্ধে ‘রাজসাক্ষী’! জানা গিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ হতে চলেছেন তাঁর জমানায় পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পদের দায়িত্বপ্রাপ্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File