করোনা যুদ্ধে সামিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তাঁর উদ্যোগে টিকাকরণ সম্পূর্ণ হল
Friday, May 21 2021, 10:12 am
Key Highlightsকরোনা আবহে সাহায্যের হাত বাড়িয়েছেন বহু বলিউড তারকারা এবার এই লড়াইয়ে যোগ দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। করোনা আবহে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী। একশো জনের টিকাকরণের দায়িত্ব নিলেন তিনি। এদের মধ্যে পঁচিশ জনের ইতিমধ্যেই টিকাকরণ হয়ে গিয়েছে। নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্তর স্বেচ্ছাসেবী সংস্থা অনেকদিন ধরেই বিশেষ ক্ষমতা সম্পন্নদের জন্য কাজ করছেন। অভিনেত্রী তাঁর সঙ্গে হাত মিলিয়েই একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই কাজটি করেন। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই বিষয়ে ঘোষণা করেন তিনি। এছাড়াও তিনি বাকিদেরও একে অপর মানুষের পাশে দাঁড়ানোর নিজেদের সাধ্যমতো সাহায্যের অনুরোধ জানালেন।
- Related topics -
- সেলিব্রিটি
- অভিনেত্রী
- টলিউড
- ঋতুপর্ণা সেনগুপ্ত
- কোভিড ১৯
- কোভ্যাকসিন

