RIP Mulayam Singh Yadav | প্রয়াত 'সমাজতন্ত্রের স্তম্ভ' মুলায়ম সিং যাদব

Monday, October 10 2022, 9:45 am
highlightKey Highlights

প্রয়াত মুলায়ম সিংহ যাদব, ভারতের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তথা উত্তরপ্রদেশের ৩ বারের মুখ্যমন্ত্রী, সমাজবাদী পার্টির (SP) প্রতিষ্ঠাতা।


মুলায়ম সিং যাদব, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির (SP) প্রতিষ্ঠাতা, ১০ অক্টোবর ২০২২, ৮২ বছর বয়সে মারা যান৷ যাদব গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে একাধিক স্বাস্থ্য সমস্যার জন্য চিকিত্সাধীন ছিলেন৷ তাঁর অনুগামী ও দলীয় কর্মীদের মধ্যে নেতাজি নামেও পরিচিত, যাদব তাঁর ছেলে অখিলেশকে রেখে গেছেন যিনি এসপি প্রধান এবং ইউপির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তিনি উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার সাইফাই গ্রামে ২২ নভেম্বর, ১৯৩৯ সালে মূর্তি দেবী এবং সুঘর সিং যাদবের ঘরে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রবিজ্ঞানে তাঁর তিনটি ডিগ্রি ছিল - একটি বিএ ইটাওয়ার কর্মক্ষেত্র পোস্ট গ্র্যাজুয়েট কলেজ থেকে বি.টি. শিকোহাবাদের এ.কে. কলেজ থেকে এবং আগ্রা বিশ্ববিদ্যালয়ের বি.আর. কলেজ থেকে এম.এ.।

Trending Updates

Shri Mulayam Singh Yadav Ji was a remarkable personality. He was widely admired as a humble and grounded leader who was sensitive to people’s problems. He served people diligently and devoted his life towards popularising the ideals of Loknayak JP and Dr. Lohia.

Tweeted PM Narendra Modi

তিনি তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন - ১৯৮৯-১৯৯১, ১৯৯৩-১৯৯৫ এবং ২০০৩-২০০৭ পর্যন্ত। তিনি ১৯৯৬-১৯৯৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর পদেও অধিষ্ঠিত ছিলেন। যাদব ইউপি বিধানসভায় ১০ বার এবং লোকসভা সাংসদ হিসাবে সাতবার নির্বাচিত হয়েছিলেন।

তিনি ১৯৬৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভায় তার প্রথম নির্বাচনে জয়লাভ করেন। তিনি ১৯৮৯ সালে প্রথমবারের মতো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন এবং ১৯৯২ সালে সমাজবাদী পার্টি প্রতিষ্ঠা করেন।

'Dharti Putra' The death of Shri Mulayam Singh Yadav is an irreparable loss to the country. The achievements of Mulayam Singh Yadav ji, who came from an ordinary environment, were extraordinary.

Droupadi Murmu, President of India

সমাজতান্ত্রিক আন্দোলনে যোগদান এবং রাজনীতিতে প্রবেশের আগে যাদব উত্তরপ্রদেশের মইনপুরীর একটি কলেজে প্রভাষক হিসাবে কাজ করেছিলেন। যাদব, যিনি প্রাথমিকভাবে একজন কুস্তিগীর হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, তাকে প্রথমে যশবন্তনগরের তৎকালীন বিধায়ক নাথু সিং মইনপুরীর একটি কুস্তি ম্যাচে লক্ষ্য করেছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File