R G Kar | 'তিলোত্তমা'র মা-বাবার কাছে এলো রাষ্ট্রপতির ইমেল! 'আমরা কী মেয়েরা স্বাধীন?' প্রশ্ন নির্যাতিতার মায়ের!

কেটেছে গোটা একটা বছর, এখনও মেয়ের জন্য বিচার চেয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডের নির্যাতিতার মা ও বাবা।
কেটেছে গোটা একটা বছর, এখনও মেয়ের জন্য বিচার চেয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডের নির্যাতিতার মা ও বাবা। এই আবহেই তাদের কাছে এলো রাষ্ট্রপতির ইমেল। পাশে থাকার আশ্বাস বার্তা পাওয়ার পর খানিক আশার সঙ্গে 'তিলোত্তমা'র বাবা বলছেন,“রাষ্ট্রপতি বলেছেন ওনার আপ্ত সহায়ক আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন।” তবে বেশ খানিকটা ক্ষোভের সুরে 'তিলোত্তমা'র মা বলেন,“একটুও ভরসা পাইনি। আজ ১৫ অগস্টের পতাকা উঠবে রাস্তায়। কিন্তু আমরা কী মেয়েরা স্বাধীন? স্বাধীনতা যদি থাকত তাহলে আমাকে রাস্তায় থাকতে হত না।”