Khamenei | 'মার্কিন সেনাঘাঁটিতে প্রত্যাঘাত আসলে আমেরিকার গালে সপাটে চড়' , 'আসলে জিতেছে তেহরানই!' হুঙ্কার খামেইনির

Thursday, June 26 2025, 5:17 pm
Khamenei | 'মার্কিন সেনাঘাঁটিতে প্রত্যাঘাত আসলে আমেরিকার গালে সপাটে চড়' , 'আসলে জিতেছে তেহরানই!' হুঙ্কার খামেইনির
highlightKey Highlights

যুদ্ধবিরতির পর প্রথমবার মুখ খুলে হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই।


১৩ জুন থেকেই ইরান এবং ইজরায়েল দু দেশের হামলা এবং পাল্টা হামলার পালা চলেছে। ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে গুঁড়িয়েছে মার্কিন বায়ুসেনা। এখন যুদ্ধবিরতি চলছে। এদিন যুদ্ধবিরতির পর প্রথমবার মুখ খুলে হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এক্স হ্যান্ডেলে এদিন খামেনেই লিখলেন, ‘আমেরিকার আগ্রাসনকে কড়া হাতে মোকাবিলা করেছে ইরান। আমাদের ইসলামী প্রজাতন্ত্র বিজয়ী হয়েছে। এর মাধ্যমেই আমেরিকার গালে সপাটে চর মারা হয়েছে।’ খামেনেই আরো দাবি করেন, ইজরায়েল ইরান যুদ্ধে তেহরান জয়লাভ করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File