দেশ

Retail Inflation Rate | পাইকারি বাজারে কমলো খুচরো মূল্যবৃদ্ধির হার! স্বস্তি পাবে আম জনতা?

Retail Inflation Rate | পাইকারি বাজারে কমলো খুচরো মূল্যবৃদ্ধির হার! স্বস্তি পাবে আম জনতা?
Key Highlights

নতুন আর্থিক বছরের শুরুতেই কমেছিল খুচরো মুদ্রাস্ফীতির হার। মে মাসে তা কমে দাঁড়িয়েছে ৪.২৫ শতাংশে।

নয়া আর্থিক বছরের গোড়ার দিকেই এলো সুখবর। প্রথম মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কমেছিল খুচরো মুদ্রাস্ফীতির (Retail Inflation) হার। যা মে মাসে কমলো আরও। জানা গিয়েছে, আগের মাসেই খুচরো মূল্যবৃদ্ধির হার কমে নেমেছে ৪.২৫ শতাংশে এর কারণে মধ্যবিত্তদের অনেক সুবিধা হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

গত দু'বছরে লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে সমস্যায় পড়তে হয় আম জনতাকে। এরপর চলতি বছরে ফেব্রুয়ারি মাসে প্রথমবার এবং পরে মার্চ এবং এপ্রিল মাসেও নিম্নগামী হয় খুচরো মূল্যবৃদ্ধির হার। এপ্রিল মাসে ১৮ মাসের নিরিখে সর্বনিম্ন ছিল খুচরো মূল্যবৃদ্ধির হার ৪.৭০ শতাংশ ছিল। মে মাসে তা কমে দাঁড়িয়েছে ৪.২৫ শতাংশে।

খুচরো মূল্যবৃদ্ধির হার কমায় মূল্যবৃদ্ধির হার কমেছে খাদ্যপণ্যের ক্ষেত্রেও। গতকাল অর্থাৎ বুধবার কেন্দ্রীয় পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়, গত মাসে পাইকারি বাজারে জিনিসপত্রের দাম আগের বছরের একই সময়ের তুলনায় সরাসরি কমে শূন্যের আরও নীচে চলে গিয়েছে। চলতি মাসে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমেছে ২.৯১ শতাংশ। অন্যদিকে গ্রামীণ অঞ্চলে মে মাসে মুদ্রাস্ফীতি কমে হয়েছে ৪.১৭ শতাংশ। শহুরাঞ্চলে তা ৪.২৭ শতাংশ। ফলে আর্থিক বিশেষজ্ঞদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির নিম্নমুখী হার বজায় থাকলে রেপো রেট (Repo Rate) কমতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)।

 তবে বিশেষজ্ঞদের একাংশদের মত, পরিসংখ্যান দেখে পাইকারি বাজারে দাম কমেছে বলে মনে হলেও, আসলে ততটা কমেনি। গত বছরের মে মাসে মূল্যবৃদ্ধি চড়েছিল ১৬.৬৩ শতাংশ। ফলে এই পরিমাপের তুলনায় পরিসংখ্যান দেখে পাইকারি বাজারে মূল্যহ্রাস অনেকটা হয়েছে বলে মনে হচ্ছে। সরকারি হিসাবে দাবি, বেশ কয়েক বছর পরে পাইকারি দাম এতটা কমল। মূলত খাদ্য, জ্বালানি এবং কারখানায় তৈরি পণ্য সস্তা হওয়াতেই যা সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, খুচরো বাজারে দাম বৃদ্ধির হার আগের থেকে কমেছে ঠিকই। তবে ক্রেতার পকেটে চাপ কমেনি। ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের (Confederation of West Bengal Trade Association) সভাপতি সুশীল পোদ্দার জানান, চাহিদার অভাবে বাস্তবে বাজার খুবই খারাপ। ফলে  তাই ব্যবসায়ীরা কম দামে জিনিস বিক্রি করে দাম কিছুটা কমেছে। পাশাপাশি অর্থনীতিবিদের একাংশের দাবি, খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার


Arogya Maitri Cube | ৭৫০ কেজি ওজনের গোটা হাসপাতাল এলো উড়ে! হলো চিকিৎসাও! বিশ্বের প্রথম এয়ারলিফ্ট পোর্টেবল হাসপাতাল বানিয়ে তাঁক লাগলো ভারত!
Train Ticket | লোকাল ট্রেনের টিকিট এবার কাটা যাবে বাড়ি বসেই! UTS অ্যাপে টিকিট কাটার ক্ষেত্রে বড় বদল আনল রেল!
Prafulla Dhariwal | চ্যাটজিপিটি-4o এর সাফল্যের নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূত! 'তাঁকে ছাড়া সম্ভব হতো না' জানালেন স্যাম অল্টম্যান!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনী | Biography of Chandragupta Maurya, the founder of the Maurya Empire
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download