US Attacks Iran | ইরান-ইজরায়েল সংঘাতে এন্ট্রি আমেরিকার, মার্কিনি বিমানের আঘাতে ধূলিসাৎ ৩ ইরানি নিউক্লিয়ার সাইট

Sunday, June 22 2025, 3:05 am
US Attacks Iran | ইরান-ইজরায়েল সংঘাতে এন্ট্রি আমেরিকার, মার্কিনি বিমানের আঘাতে ধূলিসাৎ ৩ ইরানি নিউক্লিয়ার সাইট
highlightKey Highlights

ইরান-ইজ়রায়েলের সংঘাতে অবশেষে সরাসরি এন্ট্রি নিল আমেরিকা। শনিবার আকাশপথে ইরানে হামলা চালাল মার্কিন সেনা।


ক্রমশ তীব্র হচ্ছে ইরান ইজরায়েল সংঘাত। এবার এই সংঘাতে সরাসরি মধ্যস্থতা করল আমেরিকা। সূত্রের খবর, ইরানের নাতানজ়. ইসফাহান এবং ফোরদো নিউক্লিয়ার কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। এদিন সোশ্যাল মিডিয়ায় হামলার কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখলেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে অত্যন্ত সফল ভাবে আক্রমণ চালিয়েছি। নিজেদের কাজ সম্পন্ন করে সমস্ত বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ইরানের ফোরডোতে বোমার একটি পূর্ণ পেলোড নিক্ষেপ করা হয়েছে। সমস্ত যুদ্ধবিমান এখন নিরাপদে বাড়ি ফেরার পথে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File