IND vs ENG- Bumrah | লন্ডনে ভরসা বুমরাহ! চোট থেকে ফিরেই দুখানা বিশ্বরেকর্ড ঝুলিতে পুরলেন তারকা পেসার

Sunday, June 22 2025, 5:08 am
IND vs ENG- Bumrah | লন্ডনে ভরসা বুমরাহ! চোট থেকে ফিরেই দুখানা বিশ্বরেকর্ড ঝুলিতে পুরলেন তারকা পেসার
highlightKey Highlights

দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র সফল হন জসপ্রীত বুমরাহ। একইসঙ্গে চোট থেকে ফিরেই ২টি বিশ্বরেকর্ডও নিজের নামে করেন ভারতের তারকা পেসার।


ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহ ম্যাজিক। এদিন ভারত প্রথম ইনিংসে ৪৭১ রান করে। পাল্টা ব্যাট করতে নেমে জসপ্রিত বুমরাহর প্রথম শিকার হন ইংল্যান্ডের জ্যাক ক্রলি। মাত্র ৪ রান করতে পেরেছিলেন তিনি। তারপর একে একে বেন ডাকেট (৬২), জো রুট (২৮) দের উইকেট নেন তিনি। চোট থেকে ফিরেই তিনখানা উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করলেন তারকা পেসার। ৩২ টেস্টে ১৪৮ উইকেট তুলে ভাঙলেন ওয়াসিম আক্রমের ৩২ টেস্টে ১৪৬ উইকেটের রেকর্ড। তাঁর সাথে সাথে সেনা দেশের মাটিতে সবচেয়ে বেশি উইকেটপ্রাপ্ত এশিয়ান বোলার হলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File