Bhopal Gas Waste । ভোপাল থেকে বিষাক্ত বর্জ্যে পৌঁছতেই রণক্ষেত্র পিথমপুর, প্রতিবাদে গায়ে আগুন দুই বিক্ষোভকারীর

Friday, January 3 2025, 3:02 pm
highlightKey Highlights

ভোপাল থেকে ইউনিয়ন কার্বাইডের বিষাক্ত বর্জ্যের ১২টি কন্টেনার পৌঁছতেই রণক্ষেত্র পিথমপুর। সকাল থেকে বিক্ষোভে নেমেছেন এলাকার বাসিন্দারা।


ভোপাল গ্যাস দুর্ঘটনার ইউনিয়ন কার্বাইড কারখানার বিষাক্ত বর্জ্য পাঠানো পিথমপুরে বর্জ্য নিষ্কাশন প্ল্যান্টে পাঠানো হয়। প্ল্যান্টে সেগুলিকে নষ্ট করার কথা ছিল। বর্জ্য পৌঁছতেই পিথমপুরের বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। তাঁদের দাবি, বর্জ্য নিষ্কাশন হলে স্থানীয় মানুষ এবং পরিবেশের ক্ষতি হবে। এই দাবিতে দুই বিক্ষোভকারী গায়ে আগুন লাগিয়ে নিজেদের শেষ করে দেওয়ারও চেষ্টা করেন। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মানুষের কাছে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আবেদন করেছেন৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File