সল্টলেক ও নিউ টাউনের বাসিন্দারা অতিষ্ঠ মশার দাপটে, অভিযোগ, মশা মারার কাজে পুরোপুরি ব্যর্থ প্রশাসন
Saturday, January 16 2021, 9:02 am
Key Highlightsগত কয়েক দিন ধরে শহরের তাপমাত্রা বার বারই ওঠানামা করছে। আর তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার উৎপাত। নিউটাউনের বাসিন্দাদের একাংশের বক্তব্য, শুধু এ বছর নয়, প্রতি বছরই শীতের এই সময়ে মশার সমস্যা খুব বেড়ে যায়। বিকেল থেকে রাত পর্যন্ত জানলা-দরজা খোলারও উপায় থাকে না। বাইরে হাঁটাচলা করাটাও মুশকিল হয়ে পড়ে। নিউ টাউনের তিনটি অ্যাকশন এরিয়াতেই এই সমস্যার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, মশা মারার কাজে প্রশাসন পুরোপুরি ব্যর্থ। মশার উপদ্রব কমার বদলে দিনদিন আরও বেড়ে চলেছে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- সল্টলেক
- নিউটাউন
- মশার উপদ্রপ

