১লা অক্টোবর থেকেই বদলাবে ব্যাঙ্কিং সংক্রান্ত বড় এই নিয়ম! RBI-এর পক্ষ থেকে জারি করা হল গাইডলাইন
আগামী ১লা অক্টোবর থেকে ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত সংস্থাগুলির নিয়মে বড় বদল হতে চলেছে। এই বিষয়ে ইতিমধ্যে নির্দেশিকাও জারি করা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১লা অক্টোবর থেকে CoF Card Tokenisation নিয়ম লাঘু করতে চলেছে ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্যে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টোকেনাইজেশন পদ্ধতির পরিবর্তনের পর কার্ডধারীরা আরও সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন বলে জানানো হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন নিয়মের উদ্দেশ্য হল ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা আগের চেয়ে আরও নিরাপদ করা। গত কয়েকমাসে ক্রেডিট এবং ডেবিট কার্ডে জালিয়াতির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। কিন্তু নয়া এই নিয়ম একেবারে পুরোদমে চালু হয়ে গেলে কার্ড ব্যবহারকারীরা আরও সুরক্ষিত হবে। গ্রাহক যখন ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন, পয়েন্ট অফ সেল (POS) বা অ্যাপে লেনদেন করবেন, তখন সমস্ত বিবরণ এনক্রিপ্ট করা কোডে সংরক্ষিত হবে। যা অনেক বেশি সুরক্ষিত বলে মনে করা হচ্ছে।
টোকেনাইজেশন সিস্টেম আসলে কি তা জেনে নিন বিশদে
টোকেন সিস্টেম সমস্ত ডেবিট এবং ক্রেডিট কার্ড ডেটাকে 'টোকেন'-এ রূপান্তর করে। যার মাধ্যমে আপনার কার্ডের তথ্য ডিভাইসেই কার্যত লুকিয়ে রাখা হয়। আরবিআই জানিয়েছে যে কোনও ব্যক্তি ব্যাঙ্ককে অনুরোধ করে কার্ডটিকে টোকেনে রূপান্তর করে নিতে পারেন। কার্ড টোকেনে বদল করতে গেলে কোনও টাকা কার্ড ব্যবহারকারীকে দিতে হবে না। আপনি যদি আপনার কার্ডটিকে একটি টোকেনে রূপান্তর করেন, তাহলে আপনার কার্ডের তথ্য যেকোনো শপিং ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইটে টোকেনে সংরক্ষণ করা যেতে পারে।
রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়মে কোনও ব্যাঙ্ক গ্রাহকের অনুমতি ছাড়া ক্রেডিট লিমিট বাড়াতে পারে না। এমনটাই নয়, যদি কোন অর্থ প্রদান না করা হয় তাহলে সুদ যোগ করার সময় চার্জ বা ট্যাক্সের ক্ষেত্রে গ্রাহোকরা বাড়তি সুযোগ পাবেন। এতে গ্রাহকদের স্বার্থ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।
- Related topics -
- অর্থনৈতিক
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- ভারত সরকার
- ভারত