আতসবাজি কেনাবেচার উপর নিষেধাজ্ঞা জারি কলকাতা হাইকোর্ট, তাতে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত।
Thursday, December 21 2023, 1:54 pm
Key Highlightsসুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে অতিমারি পরিস্থিতিতে উৎসবের আনন্দের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জীবনের সুরক্ষা তাই, অতিমারি পরিস্থিতিতে রাজ্যে আতসবাজি বিক্রি ও তার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে জনৈক গৌতম রায় এবং বড়বাজার ফায়ারওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশন। তাঁরা চেয়েছিলেন শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিক।কিন্তু এ দিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দিরা বন্দোপাধ্যায়কে নিয়ে গড়া শীর্ষ আদালতের একটি ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে হস্তক্ষেপ হতে রাজি হয়নি।
- Related topics -
- রাজ্য
- বাজি নিষেধাজ্ঞা
- কলকাতা হাইকোর্ট
- ফায়ারওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশন
- কালীপূজা
- কালিপূজা ২০২০
- সুপ্রিম কোর্ট

