Zelensky -Trump | ‘আমেরিকার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত’! হোয়াইট হাউস থেকে বিতাড়িত হয়েও 'ক্ষমা' চাইলেন জেলেনস্কিই!

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি এবং ইউক্রেন ও আমেরিকার মধ্যে খনিজ চুক্তি বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি এবং ইউক্রেন ও আমেরিকার মধ্যে খনিজ চুক্তি বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ২৮ ফেব্রুয়ারির বৈঠকে আশ্বাসের বদলে মিলেছিল ‘ঘাড়ধাক্কা’। তুমুল বচসার পর জেলেনস্কি ও তাঁর প্রতিনিধি দলকে হোয়াইট হাউস ছাড়ার নির্দেশ দেন ট্রাম্প। তবে ওই ঘটনার পর 'ক্ষমা' চাইলেন জেলেনস্কিই। তিনি লিখেছেন, ‘শান্তির লক্ষ্যে কাজ করতে আলোচনার টেবিলে আসতে প্রস্তুত। আমেরিকার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত।’