আরবিআই গোটা দেশজুড়ে নিয়োগ করছে নিরাপত্তারক্ষী,আবেদনের সুযোগ আর মাত্র দুদিন

Wednesday, February 10 2021, 8:15 am
আরবিআই গোটা দেশজুড়ে নিয়োগ করছে নিরাপত্তারক্ষী,আবেদনের সুযোগ আর মাত্র দুদিন
highlightKey Highlights

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গোটা দেশজুড়ে নিয়োগ করছে নিরাপত্তারক্ষী। যে তালিকায় রয়েছে কলকাতাও। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের হাতে অবশ্য আর বেশি সময় নেই। আর মাত্র দুদিন খোলা থাকবে আবেদনের জানলা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন। গোটা দেশজুড়ে মোট নিয়োগ হবে ২৪১ জন নিরাপত্তারক্ষী। কলকাতায় নিয়োগ হবেন ১৫ জন। আবেদন করতে হবে rbi.org.in -তে। পরীক্ষা হবে ১০০ নম্বরের। রিজনিং ৪০, জেনারেল ইংলিশ ৩০ ও নিউমেরিকাল এবিলিটিতে থাকবে ৩০ করে নম্বর। মাধ্যমিক পাশ বা সেই সমতুল্য কেউ বসতে পারবেন পরীক্ষায়। জেনারেলদের ক্ষেত্রে ২৫ বছর এই পরীক্ষায় বসার সর্বোচ্চ বয়স। ওবিসি ও এস-এটিদের ক্ষেত্রে যা যথাক্রমে ২৮ ও ৩০ বছর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File