RBI | বাজারে আসছে নতুন নোট! তাহলে কি পুরোনো নোট বাতিল! কী জানালো রিজার্ভ ব্যাংক ?

Monday, May 19 2025, 6:23 am
RBI | বাজারে আসছে নতুন নোট! তাহলে কি পুরোনো নোট বাতিল! কী জানালো রিজার্ভ ব্যাংক ?
highlightKey Highlights

RBI জানিয়েছে, বাজারে ২০ টাকার নতুন নোট আনা হচ্ছে। মহাত্মা গান্ধী সিরিজের এই নোটে স্বাক্ষর থাকবে RBI এর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার।


নগদ টাকা নিয়ে বড় ঘোষণা করলো রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে নতুন নোট। RBI জানিয়েছে, বাজারে ২০ টাকার নতুন নোট আনা হচ্ছে। মহাত্মা গান্ধী সিরিজের এই নোটে স্বাক্ষর থাকবে RBI এর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার। আগের ২০ টাকার নোটের সঙ্গে হবহু মিল থাকবে নতুন ২০ টাকার নোটের ডিজাইন, কেবল গভর্নরের সই বদলাবে। নতুন ২০ টাকার নোট নিয়ে এলেও, পুরনো নোট বাতিল হয়ে যাচ্ছে না। RBI জানিয়েছে, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল, গভর্নর বদল হলে, নোটে স্বাক্ষরও বদল হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File