শনিবার ২৩শে জুলাই ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (23rd July,2022)

Saturday, July 23 2022, 6:59 am
highlightKey Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন শনিবারের রাশিফল।


রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন শনিবারের রাশিফল

মেষ রাশি

Trending Updates

আজ আপনার হাত থেকে একটি ভাল সুযোগ চলে যেতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।

বৃষ রাশি

কর্মক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কিছু সহকর্মী আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।

মিথুন রাশি

আজ আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকবে। ব্যবসায়ীদের দিনটি ভাল কাটতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনার সঞ্চিত পুঁজি বাড়তে পারে। সুস্থ থাকতে হলে জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।

কর্কট রাশি

আজ আপনার কাজের প্রতি অনীহা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব নিয়ে বিবাদ। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও, রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

সিংহ রাশি

কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরিক সমস্যার জেরে বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রকম রোগের উপদ্রব বাড়তে পারে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের আজ সারাদিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না।

তুলা রাশি

আজ ব্যবসায় লাভ থাকলেও, অর্থ অপচয়ের আশঙ্কা আছে। ছাত্র-ছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি। আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও, বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না।

বৃশ্চিক রাশি

চাকরির ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। সন্তানদের বিষয়ে মনে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে। আপনার মিষ্ট ব্যবহার আজ আপনাকে জনপ্রিয় করে তুলবে। কোনও সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হতে পারে। সমুদ্র তীরে ভ্রমণ হতে পারে।

ধনু রাশি

আজ আধ্যাত্মিক কিছু প্রচার করতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান হতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ করা যাবে।

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

মকর রাশি

প্রশাসনিক দায়িত্ব থেকে আজ দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। আজ ভালো কোনও চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে। ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়-সমাবেশ ঘটবে। বাড়তি খরচ হতে পারে।

মীন রাশি

আজ সারাদিন কোনও ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন। দুরবস্থাযুক্ত কারও পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ। গুণী কোনও ব্যক্তির সঙ্গে ধর্ম আলোচনা। নতুন গৃহ নির্মাণে বাধা আসতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File