Rakhi Purnima | আগামীকাল রাখি উৎসব! ভাই-দাদাকে রাখি পরানোর আগে জেনে নিন শুভ সময়-তিথি!

Tuesday, August 29 2023, 11:57 am
highlightKey Highlights

৩০সে অগাস্ট সকালেই লেগে যাচ্ছে পূর্ণিমা, থাকবে ৩১সে অগাস্ট সকাল পর্যন্ত। ভাই-দাদা বা প্রিয়জনের শুভ কামনায় রাখি পরানোর আগে রাখির সঙ্গে থালায় রাখুন কিছু শুভ জিনিস।


আগামীকাল অর্থাৎ ৩০সে অগাস্ট রাখিপূর্ণিমা (Rakhi Purnima)। দেশ জুড়ে কাল বোন, দিদিরা তাদের আদরের দাদা-ভাইয়ের হাতে পরিয়ে দেবেন রাখি। এই উৎসব ভাই-বোনদের অটুট প্রেমের জন্য পালন করা হয়। তবে রাখি উৎসব এখন আর সীমিত নেই ভাই-বোনদের মধ্যে। যেকোনো ব্যক্তি মঙ্গোল কামনার জন্য যে কাউকে 'রক্ষাসূত্র' পড়াতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন তার সেনাবাহিনীর সঙ্গে রক্ষা বন্ধনের উৎসব পালন করতে, এতে পান্ডব ও তাদের সেনাবাহিনী রক্ষা পাবে। পুরাণ প্রসঙ্গেও রয়েছে রাখীবন্ধনের কথা। মহাভারতের শিশুপাল বধ হত্যায় শ্রীকৃষ্ণের রক্তাক্ত হাতে ওড়না বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী। ভাইকে রক্ষায় বোনের সেই বাঁধন দেশজুড়ে পালিত হয় রাখি বন্ধন উদযাপনে। আবার বঙ্গভঙ্গ আইনে যখন দুই বাংলা ভাগ হয়, সেই সময়ে অশান্ত মূহুর্তকে সম্প্রীতির বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)।

 দেশ জুড়ে কাল বোন, দিদিরা তাদের আদরের দাদা-ভাইয়ের হাতে পরিয়ে দেবেন রাখি
 দেশ জুড়ে কাল বোন, দিদিরা তাদের আদরের দাদা-ভাইয়ের হাতে পরিয়ে দেবেন রাখি

সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এই দিন গোটা দিনটাই রাখি উৎসব পালন হলেও তিথি দেখে, সময় মেনে রাখি পড়ানোকে শাস্ত্র মতে শুভ বলে মনে করা হয়। আগামীকাল,৩০সে অগস্টই চতুর্দশী ছেড়ে পূর্ণিমা শুরু হবে। যার ফলে সেই দিনই রাখি বাঁধা যেতে পারে। অনেকেই এই পূর্ণিমার দিন উপবাস ও নিশি যাপন করেন। পরের দিন ৩১সে অগস্ট শেষ হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা। জেনে নিন কখন কোন সময়ে রাখি পরানো সব থেকে শুভ।

Trending Updates
সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।
সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।

রাখি পূর্ণিমা ২০২৩-র তিথি । Rakhi Purnima 2023 Tithi :

চলতি বছরে রাখি পূর্ণিমার তিথি পড়ছে ৩০সে অগস্ট, বুধবার। সেই দিন সকাল ১০ টা ২৬ মিনিটে পড়ছে পূর্ণিমা। আর ৩১সে অগস্ট সকাল ১০ টা ৫৮ মিনিট ১৩ সেকেন্ডে পূর্ণিমা শেষ হচ্ছে। ফলে ৩০ সে অগস্ট তিথি শুরু হলেও, বহু জ্যোতিষীর মতে ভদ্রকালে রাখি পরানো অশুভ হতে পারে। সেই জন্য ৩১ সে অগস্টও রাখী উৎসব পালিত হতে পারে। এদিকে, বাংলা মতে ১২ ও ১৩ ভাদ্র পড়েছে। উল্লেখ্য, শ্রাবণী পূর্ণিমায় প্রতিবার রাখি উদযাপিত হয়, তবে এবার বাংলা ক্যালেন্ডার মতে এই দিনটি ভাদ্র মাসে পড়েছে। যদিও রাখিকে খুবই শুভ বলে মনে করা হয়। তাই এমন দিনে যেকোনও শুভ কাজই সম্পন্ন হয়।

৩০সে অগস্টই চতুর্দশী ছেড়ে পূর্ণিমা শুরু হবে
৩০সে অগস্টই চতুর্দশী ছেড়ে পূর্ণিমা শুরু হবে

রাখীর শুভ সময় । The Auspicious Time of Rakhi :

শাস্ত্রজ্ঞরা বলছেন, রাখিতে উদয়া তিথিতে রাখি পরানো খুব শুভ। ৩১সে অগস্ট ভোর ৫.৪৩ থেকে সকাল ৭.৪৩ পর্যন্ত এই তিথিতে রাখি পরানো শুভ হবে। এছাড়াও ৩০ সে অগস্ট রাত ৮.৫৮ থেকে পরের দিন ৩১ সে অগস্ট সকাল ৭.৪৬ মিনিট পর্যন্ত শুভ সময় রয়েছে রাখির। রাখি উৎসবে মাহেন্দ্রযোগ রয়েছে - দিবা ঘ ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে। অমৃত কাল রাত্রি ঘ ১২/৮৩ গতে ৩/৪ মধ্যে।

এমন দিনে যেকোনও শুভ কাজই সম্পন্ন হয়
এমন দিনে যেকোনও শুভ কাজই সম্পন্ন হয়

রাখির থালায় কী কী রাখা প্রয়োজন? । What Should be Kept in a Rakhi Plate?

অনেকেই সেরকম ভাবে নিয়ম, তিথি না মেনেই রাখি পরান। আবার অনেকেই প্রায় সব নিয়ম মেনে ভাই অথবা দাদার হাতে রাখি পরান। যারা নিয়ম মেনে রাখি পরান তাদের কিন্তু রাখি বাঁধার পরেই কাজ শেষ নয়। রাখির সঙ্গে ভাইকে পরাতে হয় চন্দন অথবা কুমকুমের ফোঁটা। করাতে হয় মিষ্টিমুখ। দেখে নিন রাখির থালায় শাস্ত্র ,মতে আর কী কী রাখতে হয়।

রাখির সঙ্গে ভাইকে পরাতে হয় চন্দন অথবা কুমকুমের ফোঁটা
রাখির সঙ্গে ভাইকে পরাতে হয় চন্দন অথবা কুমকুমের ফোঁটা
  • প্রদীপ : রাখির থালায় সবসময়েই প্রদীপ জ্বালিয়ে রেখে দিতে হয়। রাখি পরানোর সময়ে এই মঙ্গলপ্রদীপ জ্বলাকে শুভ লক্ষণ বলে মনে করা হয়। হাতে রাখি বেঁধে দেওয়ার পরই প্রদীপের তাপ ভায়ের কপালে ঠেকিয়ে ভাই বা দাদার দীর্ঘায়ু কামনা করতে হয় বোনদের।
  • কুমকুম : শাস্ত্র মতে সিঁদুর বা কুমকুম মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। সেই কারণে অবাঙালি পরিবারে রাখি পরানোর পর সিঁদুর বা কুমকুমের টিপ পরিয়ে ভাই বা দাদার আর্থিক স্বাচ্ছল্য কামনা করেন বোনরা।
  • চন্দনকাঠ : অনেক পরিবারেই রাখি পরিয়ে কপালে সিঁদুর বা কুমকুমের তিলক পরানোর পর ভাইয়ের মাথায় চন্দনকাঠ ঠেকিয়ে দেওয়ার নিয়ম রয়েছে। এতে বিষ্ণু এবং গণেশের আশীর্বাদ মেলে বলে বিশ্বাস করা হয়।
ভাই-দাদা বা প্রিয়জনের শুভ কামনায় রাখি পরানোর আগে রাখির সঙ্গে থালায় রাখুন কিছু শুভ জিনিস
ভাই-দাদা বা প্রিয়জনের শুভ কামনায় রাখি পরানোর আগে রাখির সঙ্গে থালায় রাখুন কিছু শুভ জিনিস
  • অক্ষত : গোটা আতপ চালকে অক্ষত বলা হয়। এই চাল রাখির থালায় রাখার নিয়ম রয়েছে অনেক পরিবারে। সিঁদুর বা কুমকুমের তিলক পরানোর পর এই অক্ষতও ভাইয়ের কপালে পরিয়ে দেন বোন-দিদিরা।
  • মিষ্টি : যে কোনও শুভ অনুষ্ঠানে মিষ্টিমুখ করাই নিয়ম। সেই কারণেই রাখির থালাতে ভাইয়ের পছন্দের হরেক রকমের মিষ্টি রাখেন বোনরা। রাখি পরানোর পর্ব মেটার পর পরস্পরকে মিষ্টি খাইয়েই ভাই বোনের সম্পর্ক আরও মিষ্টি করে তোলা হয়।
অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন
অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন

রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা পড়েছে। তাই দিনটা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এদিন সেই সব কাজ করলে, শুভ ফল মেলে। অনেকেই এই পূর্ণিমার দিন উপবাস ও নিশি যাপন করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File