Weather | দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি! উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি সামলাতে নবান্ন থেকে যাচ্ছে স্পেশাল টিম!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

দক্ষিণবঙ্গে অবশেষে বাড়তে চলেছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জন্য জলমগ্ন একাধিক এলাকা। বন্যা পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা দল পাঠাচ্ছে নবান্ন।


দক্ষিণবঙ্গে সস্তির আবহাওয়া। বেশ কয়েকদিন বৃষ্টির দেখা না মিললেও আজ অর্থাৎ ১৬ই জুলাই দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অন্যদিকে, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা দল পাঠাচ্ছে নবান্ন (Nabanna)।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় টানা বৃষ্টির কারণে ক্রমাগত বাড়ছে নদীর জলস্তর। যার ফলে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Coochbehar), জলপাইগুড়ির (Jalpaiguri) একাধিক এলাকা। এই বন্যা পরিস্থিতি সামাল দিতেই নবান্ন থেকে বিপর্যয় মোকাবিলা দল পাঠানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন টুইট করে মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল অর্থাৎ সোমবার উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছবে। ইতিমধ্যেই জলমগ্ন এলাকা থেকে স্থানীয়দের উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF)।

Trending Updates

উল্লেখ্য , আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমবে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Coochbehar), জলপাইগুড়িতে (Jalpaiguri) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে এদিন দিনভর বজ্রবিদ্যুৎ - সহ বৃষ্টির সম্ভাবনা। দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East and West Medinipur), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North and South 24 Parganas) জেলায়। তবে এখনই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লেও তাপমাত্রার বেশি হেরফের হবেনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File