আবহাওয়া

WB Weather | আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ দক্ষিণবঙ্গে! অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে!

WB Weather | আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ দক্ষিণবঙ্গে! অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে!
Key Highlights

আগামী সোমবার পর্যন্ত বজ্রপাত-সহ বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে বাড়ছে একাধিক নদীর জলস্তর।

বর্ষার (Monsoon) আগমন হলেও আজ অর্থাৎ শুক্রবার সকাল ছিল বেশ রোদ ঝলমলে। ছিল বেশ ভালোই গরমও। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা গড়াতেই বাড়বে বৃষ্টির সম্ভাবনা। গোটা আকাশ ছেয়ে যাবে কালো মেঘে। এমনকি আগামী ২৪ ঘন্টার মধ্যেই গোটা বঙ্গে বৃষ্টিপাত হতে পারে বলেও রয়েছে সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যেই গোটা বঙ্গে বর্ষার সম্ভাবনা রয়েছে। বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ। পাশপাশি, আগামী কয়েকঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝড় হতে পারে কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North and South 24 Parganas) এবং নদিয়া (Nadia) জেলায়। বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও। কেবল আজকেই নয়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা থাকছে আগামীকাল অর্থাৎ শনিবার, রবিবার ও সোমবারেও।

মৌসম ভবনের পূর্বাভাস (Mausam Bhavan), আগামী ২৪সে জুন পর্যন্ত গোটা রাজ্যেরই ঘন ঘন বাজ পড়ার আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে এবং রবি ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই, উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি রয়েছে। ফলে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। ক্রমশ জলস্তর বাড়ছে তিস্তা (Teesta), তোর্সা (Torsha), জলঢাকা-সহ (Jaldhaka) উত্তরবঙ্গের অধিকাংশ নদীর। এমনকি গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের তুফানগঞ্জ (Tufanganj)। রায়ডাক নদীর (Raydak) জলে হয়ে প্লাবিত হয়েছে তুফানগঞ্জ ১ নং ব্লকের নাককাটিগাছ (Nakkatigach) গ্রাম পঞ্চায়েত এলাকা। স্থানীয় সূত্রে খবর, নদীর জল ঢুকে প্রায় ৭০ থেকে ৮০টি বাড়ি প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে বেশ কিছু পরিবার বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়। এছাড়াও তুফানগঞ্জের রায়ডাক ও মাথাভাঙার জলঢাকা নদীতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)।

অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস,কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষার জেরে আগামী ৪ থেকে ৫ দিনে অন্তত ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে বলে আশা করা যায়। বলাবাহুল্য, প্রচন্ড তাপদাহের কারণে যেভাবে তাপমাত্রার পারদ শীর্ষে চড়ছিলো, তাতে বর্তমানে বৃষ্টির জন্য কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। মেঘলা আকাশের জন্য দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই তাপমাত্রা কমেছে বলে জানান আবহাওয়াবিদরা।


Tech Neck Syndrome | সর্বক্ষণ ঘাড় গুঁজে মোবাইলের পর্দায় তাঁকিয়ে? এক্ষুণি অভ্যাস না বদলালে হতে পারে 'টেক-নেকে'র সমস্যা!
Yoga 30 Days Challenge | 'সামার বডি' পেতে সকলেই করছেন যোগার ৩০দিনের চ্যালেঞ্জ! জানুন মেদ ঝরিয়ে শরীর সুঠাম করবেন কী করে!
Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar