Special Local Train | জগদ্ধাত্রী পুজোয় মেতেছে বাংলা, কৃষ্ণনগর-রানাঘাটের মধ্যে একগুচ্ছ লোকাল ট্রেন ঘোষণা রেলের

Wednesday, October 29 2025, 5:09 am
highlightKey Highlights

যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে চলবে স্পেশ্যাল ট্রেন। তাতে কৃষ্ণনগরে আগত দর্শনার্থীদের অনেকটাই সুবিধা হবে।


বঙ্গে জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা তুঙ্গে। রেল জানিয়েছে, ৩০ অক্টোবর ও ৩১ অক্টোবর রাতে কৃষ্ণনগর ও রানাঘাটের মধ্যে চলবে একজোড়া স্পেশাল লোকাল ট্রেন। রানাঘাট থেকে একটি স্পেশ্যাল লোকাল ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে। অন্যদিকে কৃষ্ণনগর থেকে ওই দু’দিন একটি স্পেশ্যাল লোকাল ছাড়বে রাত সাড়ে ১২টায়। ক্যালেন্ডার অনুযায়ী, এবার ২৯ তারিখ বুধবার জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। ৩০ অক্টোবর নবমী। যদিও নবমী তিথি শুরু হচ্ছে আজ থেকেই। ভিড়ের কথা মাথায় রেখে লোকাল ট্রেন বাড়ানোয় কৃষ্ণনগরে আগত দর্শনার্থীদের অনেকটাই সুবিধা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File